এক্সপ্লোর
PM Modi: বামঘাঁটি কেরলে মোদির রোড-শো! উপচে পড়ল ভিড়
PM Modi in Kerala: মন্দিরে পুজো দিলেন, যোগ দিলেন বিয়ের অনুষ্ঠানে, উদ্বোধন করলেন একাধিক প্রকল্প।

নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

ফের কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক প্রকল্পের উদ্বোধন থেকে মন্দির ভ্রমণ, রোড-শো সবই ছিল প্রধানমন্ত্রীর তালিকায়।
2/10

বুধবার কোচি থেকে হেলিকপ্টারে গুরুবায়ুরে পৌছঁন তিনি। মোদিকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
3/10

শ্রী ভাসলাম গেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে যান তিনি।
4/10

এদিন তিনি যোগ দিয়েছিলেন অভিনেতা ও বিজেপি নেতা সুরেশ গোপীর মেয়ের বিয়েতেও। সেখানে নবদম্পতিকে আশীর্বাদ করতে দেখা যায় তাঁকে।
5/10

ওই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা মামুত্তি এবং মোহনলাল। তাঁদের সঙ্গেও এক ফ্রেমে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
6/10

গুরুভায়ুর থেকে প্রধানমন্ত্রী যান Thriprayar-এর শ্রী রামাস্বামী মন্দিরে। সেখানে তাঁকে দেখতে ভিড় জমান উৎসাহীরা।
7/10

ত্রিশূরের শ্রী রামাস্বামী মন্দিরে 'মালয়ালাম রামায়ণ' উপস্থাপন করা হয়। সেখানেই শিল্পীদের সঙ্গে মোদি।
8/10

কোচিতে পৌঁছনোর পরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
9/10

বাম ও কংগ্রেসের শক্ত ঘাঁটি কেরল। সেই রাজ্যেই ত্রিশূরের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে উপচে পড়ল ভিড়।
10/10

উৎসাহী জনতাকে দেখে স্বমেজাজে নরেন্দ্র মোদি। গাড়ি থেকে শরীর বার করে, গেট ধরে জনতাকে দেখে হাত নাড়ালেন প্রধানমন্ত্রী। এই নিয়ে বছরের প্রথমেই দুইবার কেরলে গেলেন নরেন্দ্র মোদি।
Published at : 17 Jan 2024 05:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
