এক্সপ্লোর
রুটি তৈরি থেকে খাবার পরিবেশন, পাটনার গুরুদ্বারায় অন্যরূপে প্রধানমন্ত্রী মোদি
পাটনায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে গিয়ে তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব গুরুদ্বারায় গিয়ে লঙ্গরখানার রান্নাঘরে খাবার তৈরি ও পরিবেশনের কাজে হাত লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পরিবেশন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য -পিটিআই)
1/8

গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থানে হিসেবে শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে পরিচিত পাটনার তখন শ্রী পাটনা সাহিব গুরুদ্বারা। সোমবার নির্বাচনী প্রচারের ফাঁকে সেখানে গিয়ে গুরু গোবিন্দ সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্য-পিটিআই)
2/8

গুরুদ্বারাটি ঘুরে দেখার পাশাপাশি প্রথমে গিয়ে শিখদের দশম ধর্মগুরু গুরু গোবিন্দ সিংয়ের প্রতিকৃতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদি। তারপর ১৮ শতাব্দীতে মহারাজা রঞ্জিৎ সিংয়ের উদ্যোগে তৈরি হওয়া ওই গুরুদ্বারাটিতে প্রার্থনায় অংশ নেন। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 13 May 2024 04:15 PM (IST)
আরও দেখুন






















