এক্সপ্লোর
PM Modi Ayodhya Visit: রাম রাজ্যে মোদি শো, পুষ্পবৃষ্টি-শঙ্খধ্বনি-মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ
PM Modi In Ayodhya : রাম রাজ্যে মোদি শো। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সেজে উঠেছে সরযূ পাড়ে রামের শহর।

রাম রাজ্যে মোদি শো, পুষ্পবৃষ্টি-শঙ্খধ্বনি-মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ
1/11

রাম রাজ্যে মোদি শো। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সেজে উঠেছে সরযূ পাড়ে রামের শহর।
2/11

নির্ধারিত সময়ের আগেই আজ সকাল ৯টা ৫০-এ অযোধ্যায় পৌঁছে যান প্রধানমন্ত্রী।
3/11

স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।
4/11

শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। রাম জন্মভূমিতে আজ একগুচ্ছ কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর।
5/11

সকাল ১১টায় শুরু হয় ১৪ কিলোমিটার রোড শো। ধর্মপথ থেকে রামপথ রাস্তার দু’ধারে মানুষের ভিড়।
6/11

রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি হয়। হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান মোদি।
7/11

রাস্তার ধারে তৈরি করা হয়েছিল ছোট ছোট মঞ্চ। সেখানে মন্ত্রোচ্চারণ, রামের ভজন গাওয়ার পাশাপাশি লোকশিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
8/11

একলক্ষ গীতা বিলি করার কর্মসূচি নেওয়া হয়। অযোধ্যাজুড়ে শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট।
9/11

গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি।
10/11

প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান।
11/11

ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো।
Published at : 30 Dec 2023 05:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
