এক্সপ্লোর
Narendra Modi at Ahmedabad: ধ্বংসস্তূপের দৃশ্য দুঃখজনক, বিমান বিপর্যয়ে মৃতদের পরিজনদের সমবেদনা; পরিদর্শনের পর পোস্ট মোদির
Ahmedabad Plane Crash: আমদাবাদে প্রধানমন্ত্রী। গেলেন দুর্ঘটনাস্থল ও হাসপাতালে। আমদাবাদে বিমান দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু।
ছবি সৌজন্যে- PTI
1/10

ভয়াবহ বিমান দুর্ঘটনা ঝলসে মৃত্যু একের পর এক প্রাণের। এদিন আমদাবাদে গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি যান আমদাবাদের সিভিল হাসপাতালে।
2/10

আমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই বিপর্যয়। হঠাৎ নীচের দিকে নামতে থাকে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। তারপরই ভেঙে পড়ে বিমান।
3/10

আমদাবাদে সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে বিমান। ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। চিকিৎসক, পডুয়া-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
4/10

এদিন সকালে বিমান ভেঙে পড়ার জায়গা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। কথা বললেন আধিকারিকদের সঙ্গে। দুর্ঘটনাস্থলে ২০ মিনিট ছিলেন প্রধানমন্ত্রী। বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে যান মোদি।
5/10

হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত চিকিৎসক-পড়ুয়ারা ভর্তি রয়েছেন। ১০ মিনিট আহতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। গতকাল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ড্রিমলাইনার ভেঙে পড়েছিল ডাক্তারি পড়ুয়াদের হস্টেলের ওপর।
6/10

হস্টেলে মৃত্যু হয় ২৪ জন চিকিৎসক-পড়ুয়ার। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আহত অবস্থায় আরও ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদিন বিমান দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে যান প্রধানমন্ত্রী।
7/10

এই সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়ারা। এর পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত বোয়িং বিমানের জীবিত যাত্রী বিশ্বাসকুমার রমেশের সঙ্গেও দেখা করেন তিনি।
8/10

আহতদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। আহতদের মধ্যে অনেকেই এদিন মোদির সঙ্গে গতকালের ঘটনা ভাগ করে নেন।
9/10

দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে পরিদর্শন শেষে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আমদাবাদ বিমানবন্দরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। যেখানে ছিলেন আধিকারিকরাও।
10/10

শুক্রবার পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদি। প্রধানমন্ত্রী X হ্যান্ডেলে লিখেছেন, "আজ আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলাম। ধ্বংসস্তূপের দৃশ্য দুঃখজনক। ঘটনার পর থেকে উদ্ধারকালী দল এবং আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করছেন। এই অকল্পনীয় দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমাদের সমবেদনা রইল।''
Published at : 13 Jun 2025 11:56 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























