এক্সপ্লোর
PM Modi: ভারতের দীর্ঘতম...দ্বারকায় সুদর্শন সেতুর উদ্বোধনের পর কী বললেন মোদি?
Sudarshan Setu:২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতুর দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

ভারতের সবচেয়ে দীর্ঘ কেবল-স্টেইড (Longest Cable-Stayed Bridge in India) এবার গুজরাতে। রবিবার দ্বারকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi In Gujarat) উদ্বোধন করেছেন এই সেতুর, নাম সুদর্শন সেতু। ওখা থেকে বেত দ্বারকা দ্বীপের সংযোগ করাবে এই সেতু।
2/8

২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতুর দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার। গোটা সেতু তৈরি করতে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। উদ্বোধনের পরে এটিই হল ভারতে দীর্ঘতম কেবল স্টেয়েড সেতু।
Published at : 25 Feb 2024 06:56 PM (IST)
আরও দেখুন






















