এক্সপ্লোর
Modi in Lakshadweep: ‘আনন্দেরই সাগর থেকে’...লাক্ষাদ্বীপে অ্যাডভেঞ্চার মোদির, ধরা দিলেন নানা সাজে
Narendra Modi: লাক্ষাদ্বীপ সফরের বিভিন্ন মুহূর্ত, সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন মোদি। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
1/10

বিদেশ বিভুঁইয়ে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বেড়ানোর আদর্শ জায়গা। পাহাড়, সমুদ্র, জঙ্গল, মরুভূমি, মজুত রয়েছে সব কিছুই। শুধু খুঁজে নিতে হবে। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
2/10

রোমাঞ্চ চাইলে মিলবে রোমাঞ্চ, শান্তি চাইলে মিলবে শান্তি, আর দু’টি একসঙ্গে চাইলে লাক্ষাদ্বীপ যেতে হবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি: নরেন্দ্র মোদির X হ্যান্ডল থেকে সংগৃহীত।
Published at : 04 Jan 2024 05:25 PM (IST)
আরও দেখুন






















