এক্সপ্লোর
Sania Mirza Divorce: বার বার সুযোগ দিলেও শোধরাননি শোয়েব, তাতেই নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত সানিয়ার
Shoaib Malik Remarries: বহু আগেই চিড় ধরেছিল সানিয়া-শোয়েবের দাম্পত্যে? -ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/10

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সানিয়ার একটি পোস্টও নজর কাড়ে সকলের, যেখানে তিনি লেখেন, ‘যখন কোনও কিছু তোমার মনের শান্তিকে বিনষ্ট করে, তাকে যেতে দাও’। এর পরই শনিবার তৃতীয় বিয়ের ঘোষণা করেন শোয়েব। বেশ কয়েক মাস আগেই তাঁর সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সানিয়া। -ফাইল চিত্র।
2/10

এককালের ‘দ্য ইট কাপল’, সানিয়া এবং শোয়েবের বিয়ের এমন পরিণতি দেখে আহত তাঁদের অনুরাগীরা। কিন্তু সানিয়ার সঙ্গে শোয়েবের সঙ্গে সানিয়ার সম্পর্কে অনেক আগেই চিড় ধরেছিল বলে জানা যাচ্ছে। পাক সংবাদমাধ্যম সূত্রে অন্তত তেমনই খবর। -ফাইল চিত্র।
Published at : 21 Jan 2024 02:41 PM (IST)
আরও দেখুন






















