এক্সপ্লোর
Rail Roko Andolan Photos: দেশজুড়ে ডাকা ৪ ঘণ্টার রেল রোকো-র কিছু ঝলক...

রাজ্যে বামেদের রেল রোকো কর্মসূচি
1/8

কৃষি আইন বাতিলের দাবিতে এখনও আন্দোলনে অনড় কৃষকরা। আজ দেশজুড়ে ৪ ঘণ্টার জন্য রেল রোকো-র ডাক দেওয়া হয়েছে। বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রেল রোকো কর্মসূচি পালন করেন কৃষকরা। এই ছবিটি পাতিয়ালার
2/8

কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা হবে। কোথাও ট্রেন আটকে পড়লে, আন্দোলনকারী কৃষকদের তরফে যাত্রীদের জল, দুধ, লস্যি, ফল দেওয়া হবে। এই ছবিটি পাতিয়ালার
3/8

অন্যদিকে, দিল্লির ট্র্যাক্টর র্যালি থেকে শিক্ষা নিয়ে কৃষকদের এই রেল রোকো ঘিরে কোনওভাবেই যাতে বিশৃঙ্খলা তৈরি হতে না পারে তার জন্য আগেভাগে প্রস্তুত কেন্দ্র। দেশের চার রাজ্যে বাড়ানো হয়েছে রেলের নিরাপত্তা। এই ছবিটি গাজিয়াবাদের।
4/8

আগাম সতর্কতা হিসেবে পঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে আরপিএফের তরফে ২০টি অতিরিক্ত কোম্পানি পাঠিয়েছে কেন্দ্র। এই ছবিটি পটনার।
5/8

কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে রাজ্যে বামেদের রেল রোকো কর্মসূচি। কৃষক সংহতি মঞ্চের ব্যানারে নদিয়ার কৃষ্ণনগর স্টেশনে আধঘণ্টা রেল অবরোধ হয়। কিছুক্ষণের জন্য আটকে পড়ে কৃষ্ণনগর লোকাল।
6/8

উত্তর ২৪ পরগনার বামনগাছি স্টেশনে রেল অবরোধ করেন বাম কৃষক সংগঠনের সদস্যরা। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শিলিগুড়ির রাঙাপানি স্টেশনে রেল অবরোধ করেন বাম কৃষক সংগঠনের সদস্যরা। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তেও চলে রেল রোকো কর্মসূচি। এই ছবিটি বেঙ্গালুরুর।
7/8

নিউ কোচবিহার স্টেশনে বাম কৃষক সংগঠনের রেল অবরোধ। কৃষি আইন বাতিলের দাবিতে ঘণ্টখানেক ধরে অবরোধ চলে। আটকে পড়ে আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তেও চলে রেল রোকো কর্মসূচি। এই ছবিটি পটনার।
8/8

কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বাঁকুড়া স্টেশনে বাম কৃষক সংগঠনের রেল অবরোধ। প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলে। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তেও চলে রেল রোকো কর্মসূচি। এই ছবিটি সোনপথের
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
