এক্সপ্লোর
Ram Mandir Inauguration: উদ্বোধনের বাকি কয়েক ঘণ্টা! তার আগে কেমন সাজে রাম মন্দির?
Ram Lalla Pran Pratishtha: মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল। রাজস্থান থেকে আসা ঘি দিয়ে হবে রামলালার প্রথম আরতি। প্রস্তুতি শেষ, উৎসবমুখর রামজন্মভূমি।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

দীর্ঘদিনের অপেক্ষার অবসান রামভক্তদের। অবশেষে অযোধ্যায় প্রতিষ্ঠা হতে চলেছে রাম মন্দিরের। আজ, নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন রাম মন্দিরের। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত। তার আগে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির চত্বর।
2/10

মন্দির উদ্বোধনে ব্যবহার করা হবে বিভিন্ন জায়গার নদীর জল। রাজস্থান থেকে আসা ঘি দিয়ে হবে রামলালার প্রথম আরতি। প্রস্তুতি শেষ, উৎসবমুখর রামজন্মভূমি। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি।
Published at : 22 Jan 2024 08:22 AM (IST)
আরও দেখুন






















