এক্সপ্লোর
Russia-Ukraine War: ক্ষতবিক্ষত গোটা বিশ্ব, ইয়ত্তা নেই হতাহতের, ছিন্নমূল লক্ষ লক্ষ মানুষ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একবছর
Russia-Ukraine Conflict: যুদ্ধ মাথায় নিয়ে কেটে গেল একবছর। প্রভাবিত গোটা বিশ্ব। হানাহানি থামার নাম নেই এখনও।
ভয়াবহতার একবছর।
1/10

অতিমারির ভয়াবহতা সবেমাত্র শিথিল হয়েছিল। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ছিল গোটা বিশ্ব। আর সেই আবহেই নেমে এসেছিল যুদ্ধের খাঁড়া। কিন্তু তার পর এক বছর কেটে গেলেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি পড়েনি এখনও। বরং যত সময় এগোচ্ছে, আন্তর্জাতিক কূটনীতির পারদ চড়ছে ততই।
2/10

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের ডাক দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তার এক বছর পূর্ণ হয়েছে। আর এই এক বছরে, শুধুমাত্র রাশিয়া এবং ইউক্রেন নয়, ক্ষতবিক্ষত হয়েছে গোটা বিশ্ব। আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, তেল, এমনকি খাদ্যসঙ্কট পর্যন্ত দেখা দিয়েছে। অর্থনৈতির নিষেধাজ্ঞা চাপায় রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে ইউরোপে। গোটা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে সুতোয় আটকে রয়েছে।
Published at : 25 Feb 2023 08:59 AM (IST)
আরও দেখুন






















