এক্সপ্লোর
Weather Update: ঢুকেছে বর্ষা, নিম্নচাপের জেরে আগামী ২ দিন ভারী বৃষ্টি রাজ্যজুড়ে

ফাইল ছবি
1/5

শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। যার জেরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের জেরে আগামী ২ দিন ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে। উপকূলবর্তী এলাকায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
2/5

কোথাও ইলশেগুঁড়ি, কোথাও আবার ঝমঝমে। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পর জেলায় জেলায় শুরু বৃষ্টি। শনিবার ভিজল কলকাতাও। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, মালদা ও কোচবিহারে।
3/5

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা-বাংলা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তা ওড়িশা ও ঝাড়খণ্ড হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4/5

ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
5/5

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়া বিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। সেইসঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত রবিবার উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। শুক্রবার বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে।
Published at : 12 Jun 2021 08:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
