এক্সপ্লোর
Weather Update: বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি হওয়ার পূর্বাভাস
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/74b0e00388747a94d5f126fe8856e24e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে- পিটিআই
1/9
![দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে আজও দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার। আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/3b841072971ecb9e0e3e55c92813aa3004f97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও মৌসুমী বায়ুর প্রভাবে আজও দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি। আগামীকাল থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার। আবহাওয়া দফতর সূ্ত্রে খবর, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
2/9
![কখনও ঝিরিঝিরি। কখনও বা মুষলধারে। বৃষ্টি পড়েই চলেছে। আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল। এখনও তার বিরাম নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/337217de017d3859fe820fefe8198273c0403.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কখনও ঝিরিঝিরি। কখনও বা মুষলধারে। বৃষ্টি পড়েই চলেছে। আষাঢ়স্য প্রথম দিবসে, সেই যে মেঘদূত বৃষ্টি বয়ে এনেছিল। এখনও তার বিরাম নেই।
3/9
![দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের সঙ্গেই তার ওপর সক্রিয় মৌসুমী বায়ু। জোড়া কারণে অবিরাম জলীয় বাস্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/4b5bc7d869bb966cf97331d7d99523b305770.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের সঙ্গেই তার ওপর সক্রিয় মৌসুমী বায়ু। জোড়া কারণে অবিরাম জলীয় বাস্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। ছবি সৌজন্যে- পিটিআই
4/9
![আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া প্রভাবে আজও দিনভর বৃষ্টি হয় রাজ্যজুড়ে। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/830cb8ad3f94e914f08e604d5104547a3f122.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া প্রভাবে আজও দিনভর বৃষ্টি হয় রাজ্যজুড়ে। ছবি সৌজন্যে- পিটিআই
5/9
![বর্ষার শুরুতেই কোথাও বাজারে হাঁটুজল, কোথাও পাকা সড়কের ভাঙা গর্ত হয়ে উঠেছে মরণফাঁদ। জলযন্ত্রণায় জেরবার মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনার মানুষজন। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/c3113777b51e1b6fdbb9f7073a563974f28d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্ষার শুরুতেই কোথাও বাজারে হাঁটুজল, কোথাও পাকা সড়কের ভাঙা গর্ত হয়ে উঠেছে মরণফাঁদ। জলযন্ত্রণায় জেরবার মুর্শিদাবাদ থেকে উত্তর ২৪ পরগনার মানুষজন। ছবি সৌজন্যে- পিটিআই
6/9
![বুধবার রাতের প্রবল বৃষ্টির পর কেটে গেছে চার চারটে দিন। এখনও জলমগ্ন সরশুনার বিস্তীর্ণ এলাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/d62c03f3f73eae52c24362d5962508f2f0df7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার রাতের প্রবল বৃষ্টির পর কেটে গেছে চার চারটে দিন। এখনও জলমগ্ন সরশুনার বিস্তীর্ণ এলাকা।
7/9
![স্বস্তির খবর, পরিস্থিতির উন্নতি হতে পারে সোমবার থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/6c5986596d10949d3af525859dc11e1497197.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বস্তির খবর, পরিস্থিতির উন্নতি হতে পারে সোমবার থেকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি। ছবি সৌজন্যে- পিটিআই
8/9
![আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ছবি সৌজন্যে- পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/f79b6d5b6f13646642c9a13a05af029bb8006.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ছবি সৌজন্যে- পিটিআই
9/9
![আর তার জেরে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/20/fdea02ac0402d4564e2862c3ad6b9b1124f95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর তার জেরে বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Published at : 20 Jun 2021 07:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)