আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
4/10
দরজায় কড়া নাড়ছে শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আগামী সপ্তাহে বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফিরতে পারে ঠান্ডার আমেজ।
5/10
সপ্তাহান্তে দোরগোড়ায় শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আরও নামবে পারদ।
6/10
ধীরে ধীরে কমবে পুবালি হাওয়ার দাপট। রাজ্যে ফের ঢুকবে উত্তুরে হাওয়া। তার জেরে আগামী সপ্তাহের শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়বে শীত।
7/10
নিম্নচাপ হয়ে বঙ্গে বৃষ্টি ঝরিয়ে বিদায় নিয়েছে ‘জওয়াদ’। তারপরেও কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। জওয়াদ চলে যাওয়ার পরও কেন বৃষ্টি? উত্তুরে হাওয়া ও পূবালি হাওয়ার সংঘাতেই মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
8/10
বৃষ্টির পর মেঘ কাটতেই ফের রাজ্যে শীতের আমেজ। আজ থেকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
9/10
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে কলকাতা-সহ বেশ কিছু জেলায় স্বাভাবিকের থেকে নিচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন সময় লাগবে।
10/10
সকালে শুরু হয়েছে কুয়াশার দাপট। যার জেরে কলকাতার অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া ছিল বিভিন্ন জেলাও।