করোনাকালে প্রায় দুমাস বন্ধ থাকার পর গতকাল, বুধবার থেকে খুলে গেল কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্মৃতিসৌধ এবং যাদুঘর। আর এরপরই সংশ্লিষ্ট অঞ্চলে ভিড় জমিয়েছেন পর্যটকরা।
2/8
করোনা সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার পর পর্যটকরা বেড়াতে যান আগ্রার তাজমহলে। সেখানে এক ব্যক্তিকে সপরিবারে ছবি তুলতে দেখা গেল।
3/8
নির্দিষ্ট সময়ে ৬৫০-র বেশি পর্যটক ঢুকতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখার দিকে জোর দেওয়া হয়েছে। আর এদিন তাজমহলে ক্যামারার সামনে পোজ দিতে দেখা গেল এক বিদেশী পর্যটককেও।
4/8
অন্যান্য স্মৃতিসৌধের মতো গতকাল, বুধবার থেকে খুলে গিয়েছে দিল্লির লালকেল্লাও।
5/8
জয়পুরের হাওয়া মহলে পর্যটকদেক সেলফি তুলতে দেখা গেল।
6/8
আজমীঢ়ে হাতিতে সওয়ার করছেন পর্যটকরা। তবে ভেতরের কোনও জিনিসে পর্যটকরা হাত দিতে পারবেন না বলে জানানো হয়েছে।
7/8
কেন্দ্র জানিয়েছে, প্রতিটি স্মৃতিসৌধ, যাদুঘরে শারীরিক দূরত্ব মানতে হবে। সংশ্লিষ্ট জায়গায় স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি জায়গায় ঢোকার আগে দেহের তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক।
8/8
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই এপ্রিল মাস থেকে একাধিক স্মৃতিসৌধ, যাদুঘর বন্ধ করে দেওয়া হয়। এই তালিকায় ছিল তাজমহল, লালকেল্লা, অজন্তা। সব ছবি সৌজন্যে- পিটিআই