এক্সপ্লোর
Dev Joshi: অভিনয় করতেন সিরিয়ালে, সেখান থেকে মহাকাশযাত্রী! ইলন মাস্কের চন্দ্রাভিযানে শামিল ভারতের তরুণ অভিনেতা
SpaceX Lunar Mission: শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ অভিনয়ে। কাজ করেছেন ছবিতেও। এ বার একেবারে চাঁদের উদ্দেশে রওনা।
দেব জোশী।
1/11

এলেন, দেখলেন, জয় করলেন, তাঁর অভিনয়জীবনকে এমন ভাবে ব্যাখ্যা করা যায় না। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর একগুচ্ছ কাজ করেছেন বটে। তবে সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে অভিনেতা দেব জোশী। মাত্র ২২ বছর বয়সে চাঁদে যাচ্ছেন তিনি।
2/11

অভিনয়ের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় গুজরাতের ছেলে দেব। সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারও করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকেও পেয়েছেন পুরস্কার। বিজেপি-ও তাঁকে সম্মানিত করেছে এর আগে।
Published at : 27 Dec 2022 06:29 AM (IST)
আরও দেখুন






















