এক্সপ্লোর
Dev Joshi: অভিনয় করতেন সিরিয়ালে, সেখান থেকে মহাকাশযাত্রী! ইলন মাস্কের চন্দ্রাভিযানে শামিল ভারতের তরুণ অভিনেতা
SpaceX Lunar Mission: শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ অভিনয়ে। কাজ করেছেন ছবিতেও। এ বার একেবারে চাঁদের উদ্দেশে রওনা।
দেব জোশী।
1/11

এলেন, দেখলেন, জয় করলেন, তাঁর অভিনয়জীবনকে এমন ভাবে ব্যাখ্যা করা যায় না। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর একগুচ্ছ কাজ করেছেন বটে। তবে সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে অভিনেতা দেব জোশী। মাত্র ২২ বছর বয়সে চাঁদে যাচ্ছেন তিনি।
2/11

অভিনয়ের পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় গুজরাতের ছেলে দেব। সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারও করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকেও পেয়েছেন পুরস্কার। বিজেপি-ও তাঁকে সম্মানিত করেছে এর আগে।
3/11

কিন্তু দেবের চাঁদে যাওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। কারণ শুধু ভারতীয় হিসেবেই নয়, তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে উঠেছেন তিনি। ইতিহাস গড়ার একে বারে সন্ধি ক্ষণে দাঁড়িয়ে দেব।
4/11

শিল্পপতি ইলন মাস্কের সংস্থা ‘SpaceX’ চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় করছে। ২০২৩ সালেই ‘ডিয়ার সেই পরিকল্পনার রূপায়ণ হতে চলেছে। তার জন্য সব দেশের মানুষের কাছ থেকেই আবেদন চাওয়া হয়েছিল। ২৪৯ দেশ থেকে আবেদন জমাও পড়েছিল ১০ লক্ষের বেশি।
5/11

সেই সব আবেদনের মধ্য থেকে আট জনকে বেছে নেওয়া হয়েছে। তাতে নাম উঠে এসেছে দেবের। ইলন মাস্কের সংস্থার এই অভিযানের নাম রাখা হয়েছে ‘ডিয়ার মুন প্রজেক্ট’। এর আওতায় মাস্কের সংস্থার তৈরি রকেট চাঁদের কাছাকাছি গিয়ে, তাকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে।
6/11

অভিযাত্রীদের তালিকায় আরও যে সাত জনের নাম রয়েছে, তাঁরা হলেন, দক্ষিণ কোরিয়ার তারকা T.O.P, আমেরিকার ডিজে স্টিভ এওকি, চলচ্চিত্র নির্মাতা প্রেন্ডন হল, ইউটিউবার টিম ডড, ব্রিটিশ স্থিরচিত্র গ্রাহক করিম ইলিয়া, চেক দেশের শিল্পী ইয়েমি এডি এবং আয়ারল্যান্ডের স্থিরচিত্রগ্রাহক রিয়ানন অ্যাডাম। দেব তাঁদের সকলের চেয়ে বয়সে ছোট।
7/11

টেলিভিশনে ‘বালবীর’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল দেবকে। বেশ কিছু গুজরাতি ছবিতেও কাজ করেছেন। বিজ্ঞাপন জগতেও মোটামুটি পরিচিত মুখ তিনি। তাঁকে এবং বাকি সাত জনকে নিজের গাঁটের কড়ি খরচ করে চাঁদে পাঠাচ্ছেন জাপানের শিল্পপতি ইউসাকু মায়েজাওয়া।
8/11

২০০৪ সালে গুজরাতে জন্ম দেবের। রাজনীতিতেও সমান আগ্রহ তাঁর। ২০১৯ সালে নরেন্দ্র মোদির সমর্থনে এগিয়ে আসেন। তিনি জানান, দেশের রাজনীতি, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আগ্রহ বরাবর তাঁর। সম্ভব হলে প্রশাসনের অংশও হতেন।
9/11

ভিনয় বা শখ পূরণ করতে গিয়ে পড়াশোনায় ঢিলেমি দেননি দেব। বর্তমানে ইউনাইটে়ড নেশনস ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড রিসার্চ থেকে পররাষ্ট্র এবং কূটনীতি নিয়ে স্নাতকোত্তর স্তরের ছাত্র তিনি।
10/11

২০১৯ সালে ‘বাল শক্তি পুরস্কার’ও পান দেব, যা কিনা দেশের অনূর্ধ্ব ১৮ বছরের নাগরিকদের জন্য সর্বোচ্চ নাগরিক সম্মান। চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে দেবকে।
11/11

‘ডিয়ার মুন প্রজেক্ট’ চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার প্রথম পদক্ষেপ। চাঁদের মাটি না ছুঁলেও, তার ২০০ কিলোমিটারের মধ্যে থাকবে রকেটটি। তিন দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে। সবমিলিয়ে সাতদিনের সফর।
Published at : 27 Dec 2022 06:29 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























