আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের সময় দর্শকাসনে দেখা যায় এই স্বামী স্ত্রীকে।
2/6
বিকাশের স্ত্রীর নাম চেতনা। তাঁদের এক ছেলে, নাম আরিয়ান কোহলি। ভাই বিরাটের মত বিকাশও নিয়মিত জিমে যাতায়াত করেন, দিল্লির পেজ থ্রি পার্টিগুলিতে প্রায়ই দেখা যায় তাঁকে।
3/6
4/6
ক্রিজের সাফল্যের যাবতীয় কৃতিত্ব তিনি দেন তাঁর ফিটনেস আর ওয়ার্কআউট রেজিমকে।
5/6
বিরাট কোহলিই প্রশ্নাতীতভাবে আধুনিক ক্রিকেটের ঈশ্বর। অসামান্য শারীরিক সক্ষমতা তাঁকে এগিয়ে রেখেছে অন্যদের থেকে।
6/6
এবার বিরাটের দাদা বিকাশ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর সিক্স প্যাকের ছবি।