এক্সপ্লোর
US-Israel Relations: ক্লিন্টন-ওবামা-ট্রাম্প, মতবিরোধ সত্ত্বেও নেতানিয়াহুর পাশেই, কেন ইজরায়েলকে নিঃশর্ত সমর্থন আমেরিকার?
Benjamin Netanyahu: বোঝাপড়ার দীর্ঘ ইতিহাস। তাই বরাবর ইজরায়েলের পাশে আমেরিকা। -ফাইল চিত্র।
-ফাইল চিত্র।
1/12

বছরের গোড়ার দিকেই তাঁদের মতভেদের খবর মিলেছিল। সপ্তাহখানেক আগে পর্যন্তও দূরত্ব চোখে পড়ছিল বেশ। কিন্তু আমেরিকায় হামলা চালিয়ে ফের ইজরায়েলের পাশে থাকারই বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে দেশের অন্দরেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। কিন্তু প্রশ্ন এখানেই। এত সমালোচনা, মতভেদ সত্ত্বেও কেন নিঃশর্ত ভাবে ইজরায়েলকে সমর্থন করে চলেছে আমেরিকা? উত্তর মোটেই সহজ নয়।
2/12

১৯৯৬ সালে প্রথম বার ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। আর তার এক মাস পরই আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে মতবিরোধ ঘটে তাঁর। পরিস্থিতি এত তেতে ওঠে যে সহযোগীদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্লিন্টন, আসল সুপার পাওয়ার কে, আমেরিকা না ইজরায়েল, এই প্রশ্নও ছুড়ে দেন।
Published at : 22 Jun 2025 09:48 PM (IST)
আরও দেখুন






















