এক্সপ্লোর
Advertisement

Covid Delta Variant: ভারতে মেলা করোনার "বি.১.৬১৭.২" স্ট্রেন হল "ডেল্টা ভেরিয়েন্ট", নতুন নামকরণ হু-র

করোনা ভাইরাস
1/10

ভারতে মেলা করোনাভাইরাসের "বি.১.৬১৭.২" স্ট্রেনকে "ডেল্টা ভেরিয়েন্ট" হিসেবে চিহ্নিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
2/10

এক বিবৃতিতে হু জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটি সহজে উচ্চারণ করা মনে রাখা যায় এমন কোনও নামকরণের প্রস্তাব করেছিল।
3/10

একইসঙ্গে, ভেরিয়েন্ট অফ ইন্টারেস্ট (ভিওআই) ও ভেরিয়েন্টস অফ কনসার্ন (ভিওসি)-র ক্ষেত্রে কএমন নাম রাখার সুপারিশ করেছিল, যা কাউকে আঘাত না করে।
4/10

কমিটি সুপারিশ করেছিল, এই নামকরণে গ্রীক সংখ্যার ব্যবহারের। যেমন --- আলফা, বিটা, গামা.... ইত্য়াদি। যেগুলি সহজে মনে রাখা সম্ভব এবং একইসঙ্গে অনেক বাস্তবসম্মত।
5/10

বিশেষ করে, বিজ্ঞানের পরিধির বাইরে থাকা মানুষজন যখন এই ভেরিয়েন্ট নিয়ে আলোচনা করবেন, তখন তাঁদের সুবিধা হবে।
6/10

ব্রিটেনে মেলা "বি.১.১.৭" স্ট্রেনের নাম দেওয়া হয়েছে "আলফা ভেরিয়েন্ট"। একইভাবে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মেলা ভিওসি-স্ট্রেনের নাম যথাক্রমে রাখা হয়েছে "বিটা ভেরিয়েন্ট" ও "গামা ভেরিয়েন্ট"।
7/10

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন্স, ব্রাজিল সহ বিভিন্ন দেশে মেলা ভিওআই স্ট্রেনের নামকরণ করা হয়েছে --- এপসিলন, জিটা, আয়োটা, থিটা ইত্যাদি নামে। একইভাবে, ভারতে মেলা "বি.১.৬১৭.১" স্ট্রেনকে "কাপ্পা ভেরিয়েন্ট" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
8/10

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে মারাত্মক প্রভাব ফেলেছে "বি.১.৬১৭.২" স্ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসের বলি হচ্ছেন। দিনে আক্রান্ত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।
9/10

গত ১৫ মে, ইংল্যান্ডের মুখ্য মেডিক্যাল অফিসার ক্রিস হুইটি জানান, ভারতে মেলা "বি.১.৬১৭.২" স্ট্রেন ব্রিটেনেও প্রভাব বিস্তার করতে চলেছে।
10/10

মে মাসের গোড়ায় হু জানিয়েছিল, অক্টোবরে ভারতে মেলা "বি.১.৬১৭" স্ট্রেন আরও ৪০টি দেশে মিলেছে। এই স্ট্রেনকে "বিশ্বব্যাপী উদ্বেগ" হিসেবে উল্লেখ করেছিল হু।
Published at : 01 Jun 2021 12:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
