এক্সপ্লোর
Sandstorm in China: বালি ঝড়ে বিপর্যস্ত চিনের রাজধানী !

1/5

যেদিকে চোখ যায়, শুধু হলুদ আর হলুদ! সোমবার সকালে এমন দৃশ্যই দেখা গেল চিনের রাজধানী বেজিং জুড়ে ! (Image: AFP)
2/5

লাল চিনে হলুদ ঝড়! সোমবার সকালে বেজিংয়ে যেদিকেই চোখ যাবে শুধু হলুদ আর হলুদ। না, হলুদ ফুল নয়। হলুদ ঝড়, বালির ঝড়। অন্যদিনের মতই সকালে রাস্তায় বেরিয়েছেন মানুষ। (Image: AFP)
3/5

এ কেমন সকাল ! সকলের মনেই ছিল এক প্রশ্ন ৷ ধুলোর ঝড়ে ঢেকেছে চিনের রাজধানী ৷ আসলে গোবি মরুভূমি ও চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভারি ধুলোবালির ঝড় বেজিংয়ে এই পরিস্থিতির তৈরি হয়। (Image: AFP)
4/5

'দ্য চিনা মেটিওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন' সোমবার সকালে হলুদ সতর্কতা জারি করেছিল। সংস্থাটি জানায়, মঙ্গোলিয়া থেকে এই ঝড় ছড়িয়ে পড়েছে গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশে । (Image: AFP)
5/5

তবে ঝড়টি অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আপাতত সেই আশাতেই রয়েছেন বেজিংয়ের মানুষ ৷ (Image: AFP)
Published at : 15 Mar 2021 09:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
