এক্সপ্লোর
জ্বলে উঠল আগ্নেয়গিরি, লাভা-উত্তপ্ত ছাইয়ে বিষিয়ে উঠল বাতাস

জেগে উঠল আগ্নেয়গিরি
1/8

সোমবার হঠাৎই জেগে উঠল ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। যে পরিমাণ লাভা নির্গত হয়েছে তা সাম্প্রতিক সময়ে হয়নি।
2/8

রীতিমত লাভা স্রোতের নদী বয়ে গিয়েছে আগ্নেয়গিরি থেকে। জাভার দ্বীপে বসবাস করে বহু মানুষ। সেখানে আতঙ্ক তৈরি হয়েছে এর ফলে।
3/8

শুধু লাভা নয়। গরম ছাইয়ে আকাশ-বাতাসও বিষাক্ত হয়ে উঠেছে। প্রায় ২ মাইল জুড়ে এই গ্যাস ছড়িয়ে পড়েছে।
4/8

অগ্ন্যুতপাতের সময় একাধিক কিলোমিটার দূর থেকে এই আওয়াজ পান বাসিন্দারা।
5/8

সেখানে মাউন্ট মেরাপির একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। ৬০০ মিটার এলাকা জুড়ে গরম ছাইয়ে আকাশ ভরেছে।
6/8

শহরের আকাশেও আগ্নেয়গিরির গরম ছাইয়ের আধিক্য দেখা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি।
7/8

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক মন্ত্রকের তরফে বলা হয়েছে গত বছরের নভেম্বরের পর এই প্রথম এত বিপজ্জনক ভাবে লাভা স্রোত বইছে।
8/8

মেরাপি পর্বতের দক্ষিণ ক্রেটার থেকে এই অগ্ন্যুতপাত হয়। এখনও সেখান থেকে গ্যাস বেরিয়ে আসছে।
Published at : 18 Aug 2021 12:08 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
