এক্সপ্লোর
Everest: পর্বতারোহীদের থেকে এভারেস্টের বরফে জমছে জীবাণু! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ভাইরাসের আঁতুরঘর?
Everest Trek: বেশ কিছু ভাইরাস রয়েছে যা হিমাঙ্কের নীচেও নিজেদেরকে সুপ্ত অবস্থায় রেখে দিতে পারে
বেশ কিছু ভাইরাস রয়েছে যা হিমাঙ্কের নীচেও নিজেদেরকে সুপ্ত অবস্থায় রেখে দিতে পারে
1/7

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের অদম্য ইচ্ছেতেই এভারেস্টে প্রতিবছর আসে হাজার হাজার মানুষ। কেউ সফল হন, কেউ হন না। তবে নৈসর্গিক দৃশ্যই মন ভুলিয়ে রাখে সকলের। সফরের কষ্ট ভুলে যায় বরফাবৃত শৃঙ্গটিকে দেখে।
2/7

এভারেস্ট যে কেবল সুন্দর তাই-ই নয়। প্রতি পদে বিপদ ওৎ পেতে থাকে এখানে। সম্প্রতি একটি রিসার্চ থেকে জানা গিয়েছে পর্বতারোহীদের হাঁচি, কাশি থেকেও নির্গত জীবাণু বছরের পর বছর ধরে এখানে জমে রয়েছে। যা আগামী দিনে যে বিপদসঙ্কুলও হতে পারে।
3/7

image 3
4/7

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ে যারা প্রাণ হারান, তাদের দেহ কোনওসময় উদ্ধার করা না গেলে বরফের নীচেই থেকে যায় শতাব্দীর পর শতাব্দী ধরে৷ তেমনই বেশ কিছু ভাইরাস রয়েছে যা হিমাঙ্কের নীচেও নিজেদেরকে সুপ্ত অবস্থায় রেখে দিতে পারে। এভারেস্টের আবহাওয়াতেও সেগুলি বেঁচে থাকতে পারে শতাব্দীর পর শতাব্দী ধরে।
5/7

এভারেস্ট, আন্টার্কটিকা এমনকী আল্পস পর্বতমালায় এই রিসার্চ করা হয়েছে। এই পেপারের সিনিয়র লেখক স্টিভ স্কিমিড বলেন, মাউন্ট এভারেস্টের বরফ এবং মাটি খুঁড়ে তা ল্যাবে পরীক্ষা করে জীবাণুগুলির উপস্থিতি সম্পর্কে জানতে পারা গিয়েছে।
6/7

ওই সব জীবাণুর মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে স্ট্যাফাইলোকক্কাস যা মানুষের ত্বকে এবং নাকে থাকে, এছাড়াও স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়াও পাওয়া গেছে যা মূলত ডমিনেন্ট অবস্থায় মানুষের মুখে থাকে।
7/7

প্রসঙ্গত, এভারেস্টে রয়েছে একটি ওয়েদার স্টেশনও। ২০১৯ সালে একদল বৈজ্ঞানিক সেখানে যান। সেই সময় এই নমুনা তারা নিয়ে আসেন।
Published at : 18 Mar 2023 02:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























