এক্সপ্লোর
Rajasthan Tourism: নতুন সাজে চম্বল-পাড়! যেন একটুকরো পুরনো রাজস্থান
Chambal Riverfront: দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল। বারবার উদ্বোধনের কথা উঠলেও পিছিয়ে যাচ্ছিল।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/9

গোটা নদীর পাড় সাজিয়ে ফেলা হয়েছে। পুরনো রাজস্থানী শিল্পের অনুকরণে সেজে উঠেছে নানা স্তম্ভ, মিনার। নদীর পাড়ে যেন একটুকরো পুরনো রাজস্থান।
2/9

রাজস্থানের কোটাতে চম্বল নদীর পাড় এভাবেই সাজিয়ে তুলেছে সে রাজ্যের প্রশাসন। মঙ্গলবার উদ্বোধন করা হয় সেটির।
3/9

দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল। বারবার উদ্বোধনের কথা উঠলেও পিছিয়ে যাচ্ছিল। মোট পাঁচবার ডেডলাইন পিছিয়ে গিয়েছিল।
4/9

নদীর পাড়ে ৩ কিলোমিটার লম্বা এই সৌন্দর্যায়ন। রয়েছে মোট ২২টি ঘাট। একটি মিউজিক্যাল ফাউন্টেনও তৈরি করা হয়েছে।
5/9

সৌন্দর্যায়নের জন্য একাধিক কাজ করা হয়েছে। একটি ঘণ্টাও তৈরি করা হয়েছে, যার ওজন ৮২০০০ কেজি। চম্বল মাতার একটি মূর্তিও তৈরি করা হয়েছে।
6/9

বড়সড় অনুষ্ঠান করে এর উদ্বোধন করা হয়েছে। একাধিক নামী ব্যক্তিত্ব হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। হাজির ছিলেন লোকশিল্পীরাও।
7/9

গোটা এই প্রকল্পটি তৈরি করেছেন অনুপ বারতারিয়ার নেতৃত্বে। গোটা প্রকল্প তৈরি করতে ১২০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।
8/9

কোটা মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচিত জায়গা। এবার এই সৌন্দর্যায়নের জন্য পর্যটকরাও ভিড় করবেন বলে আশা প্রশাসনের।
9/9

এই সৌন্দর্যায়ন প্রকল্পও অবশ্য বিতর্কের দজন্ম দিয়েছে। এমনভাবে পাড় বাঁধিয়ে কাজ করায় তা চম্বল নদীর জন্য ভাল নয় বলে দাবি করেছেন পরিবেশবিদদের একাংশ।
Published at : 13 Sep 2023 08:33 AM (IST)
View More
Advertisement
Advertisement























