এক্সপ্লোর
Rajasthan Tourism: নতুন সাজে চম্বল-পাড়! যেন একটুকরো পুরনো রাজস্থান
Chambal Riverfront: দীর্ঘদিন ধরেই এই কাজ চলছিল। বারবার উদ্বোধনের কথা উঠলেও পিছিয়ে যাচ্ছিল।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/9

গোটা নদীর পাড় সাজিয়ে ফেলা হয়েছে। পুরনো রাজস্থানী শিল্পের অনুকরণে সেজে উঠেছে নানা স্তম্ভ, মিনার। নদীর পাড়ে যেন একটুকরো পুরনো রাজস্থান।
2/9

রাজস্থানের কোটাতে চম্বল নদীর পাড় এভাবেই সাজিয়ে তুলেছে সে রাজ্যের প্রশাসন। মঙ্গলবার উদ্বোধন করা হয় সেটির।
Published at : 13 Sep 2023 08:33 AM (IST)
আরও দেখুন






















