এক্সপ্লোর
International Moon Day: এই দিনেই চাঁদের মাটিতে পা, স্মরণে রাখতে পালিত আন্তর্জাতিক চাঁদ দিবস
নিজস্ব চিত্র
1/8

আজ থেকে ৫৩ বছর আগে। রহস্যে ঘেরা চাঁদে পা পড়েছিল মানুষের। ১৯৬৯ সালের ২০ জুলাই, চাঁদের বুকে নেমেছিল মানুষের তৈরি মহাকাশযান। মহাকাশ গবেষণায় এই ঘটনা ছিল একটি মাইলস্টোন। ছবি: pixabay/pexels
2/8

এই দিনটিকে স্মরণে রাখতেই ২০ জুলাই পৃথিবীজুড়ে পালিত হয় আন্তর্জাতিক চাঁদ দিবস। বিশ্বজুড়ে মহাকাশবিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্তরা এই দিনটি পালন করে থাকেন। ছবি: pixabay/pexels
Published at : 20 Jul 2022 06:33 PM (IST)
আরও দেখুন






















