এক্সপ্লোর
(Source: Poll of Polls)
International Moon Day: এই দিনেই চাঁদের মাটিতে পা, স্মরণে রাখতে পালিত আন্তর্জাতিক চাঁদ দিবস
নিজস্ব চিত্র
1/8

আজ থেকে ৫৩ বছর আগে। রহস্যে ঘেরা চাঁদে পা পড়েছিল মানুষের। ১৯৬৯ সালের ২০ জুলাই, চাঁদের বুকে নেমেছিল মানুষের তৈরি মহাকাশযান। মহাকাশ গবেষণায় এই ঘটনা ছিল একটি মাইলস্টোন। ছবি: pixabay/pexels
2/8

এই দিনটিকে স্মরণে রাখতেই ২০ জুলাই পৃথিবীজুড়ে পালিত হয় আন্তর্জাতিক চাঁদ দিবস। বিশ্বজুড়ে মহাকাশবিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্তরা এই দিনটি পালন করে থাকেন। ছবি: pixabay/pexels
3/8

ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি ২০২১ সালে তাদের 'International cooperation in the peaceful uses of outer space' সংক্রান্ত রেজোলিউশনে আন্তর্জাতিক চাঁদ দিবস ঘোষণা করে। ছবি: pixabay/pexels
4/8

১৯৬৯ সালে ২০ জুলাইয়ে রাত ৮টা ১৭ মিনিটে অ্যাপোলো ১১ মহাকাশযান নেমেছিল চাঁদে। তারপর ৬ ঘণ্টার একটু বেশি সময় পরে মহাকাশযান থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রেখেছিলেন নভোচর নীল আর্মস্ট্রং। ছবি: pixabay/pexels
5/8

বেশ কিছুক্ষণ পর চাঁদের মাটিতে নামেন আরও এক নভোচর বাজ অলড্রিন। দুজনে মিলে চাঁদের মাটি থেকে ২১.৫ কেজি পদার্থ সংগ্রহ করেছিলেন। ছবি: pixabay/pexels
6/8

আরও একজন নভোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এই অভিযানে। তিনি নভোচর মাইকেল কলিন্স। তিনি কম্যান্ড মডিউলের দায়িত্ব সামলেছিলেন। ছবি: pixabay/pexels
7/8

আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের মাটিতে সব মিলিয়ে ২১ ঘণ্টা কাটিয়েছিলেন। তারপর তাঁরা কম্যান্ড মডিউলে ফিরে যান। সেখান থেকে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা। প্রশান্ত মহাসাগরে নেমেছিল তাঁদের মহাকাশযান। ছবি: pixabay/pexels
8/8

মহাকাশ গবেষণা নিয়ে সোভিয়েত রাশিয়ার সঙ্গে কড়া টক্কর চলেছিল আমেরিকার। ঠান্ডা লড়াইয়ের সেই সময়ে প্রবল টক্কর চলেছিল দুই মহাশক্তিধর দেশের। তার মধ্যে এই চন্দ্র অভিযান, অনেকটাই এগিয়ে দিয়েছিল আমেরিকাকে। ছবি: pixabay/pexels
Published at : 20 Jul 2022 06:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























