ছোটপর্দায় 'পবিত্র রিস্তা' ধারাবাহিকে অভিনয় করার সময় থেকে বন্ধুত্ব হয় সুশান্ত ও মহেশের।
2/7
সব ছবি - মানব মঙ্গলানি
3/7
পবিত্র রিস্তার পর বড়ে আচ্ছে লাগতে হ্যায় ধারাবাহিকে অভিনয় করেন মহেশ। সুশান্ত তখন বড়পর্দার তারকা। কিন্তু ভাটা পড়েনি বন্ধুত্ত্বে।
4/7
সুশান্তের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মহেশ।
5/7
পরেরদিন সকালে সুশান্তের মৃত্যুর খবর জানতে পারেন মহেশ।
6/7
মৃত্যুর আগের রাতে সুশান্ত একাধিকবার ফোন করেছিলেন মহেশকে। কিন্তু কোনও কারণে সেই ফোন তোলেননি মহেশ।
7/7
অকালে চলে গিয়েছেন প্রিয় বন্ধু। শোকের আবহে বন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মহেশ শেট্টি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মহেশ।