মন্দিরে মাস্ক পরা বাধ্যতামূলক। মানতে হবে সামাজিক দূরত্ব।
3/11
গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। পুরোহিত ও নিরাপত্তাকর্মীরাও পরে আছেন সুরক্ষা-পোশাক।
4/11
লকডাউনের পর আজ অবশেষে খুলে গেল দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। মন্দির জুড়ে কড়া সতর্কতা। প্রবেশদ্বারের আগে থেকেই সুরক্ষা নেওয়া হয়েছে বিভিন্ন স্তরে।
5/11
প্রতিদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।
6/11
মন্দির বন্ধ হয়ে যাবার ২০ মিনিটের মধ্যে সিংহদ্বার বন্ধ হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণে কোথাও বসা বা জমায়েত করা যাবে না।
7/11
মন্দিরের মূল প্রাঙ্গনে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারছেন না। অর্পণ করা যাবে না ফুল। দেওয়া হবে না চরণামৃত।
8/11
তারপর স্যানিটাইজেশন টানেলের মধ্য দিয়ে গিয়ে প্রবেশদ্বারে পৌঁছানো যাবে।
9/11
করোনা বিধি মেনে নির্দিষ্ট দূরত্বে কেটে দেওয়া হয়েছে নীল গণ্ডি। তার মধ্যেই দাঁড়াতে হবে ভক্তদের।
10/11
লাইন শুরু হওয়ার আগেই হচ্ছে দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং। পাশ করলে, তবেই দিতে হচ্ছে লাইন।
11/11
কিছুটা লাইন দেওয়ার পর, আবারও হচ্ছে চেকিং। সেখানে জমা রাখা হচ্ছে মোবাইল সহ যাবতীয় জিনিস।