আপনার ভদ্র আচরণই আপনাকে আজ সমস্যায় ফেলতে পারে, তাই সতর্ক থাকুন। লোকে ঠকানোর চেষ্টা করবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। সরকারি চাকরির চেষ্টা করলে আরও পরিশ্রম বাড়ান। ব্যবসায়ীদের ভাগ্য ভাল যাচ্ছে কিন্তু ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
2/12
আজ দিন শুরু করুন গণেশ ঠাকুরের পুজো করে। অচেনা লোকের সঙ্গে আলাপ হলে নম্রভাবে কথা বলুন। অফিসের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। ব্যবসা বাড়াতে চাইলে সততার সঙ্গে কাজ করুন। যুবক যুবতীদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সুগার রোগীরা শরীর নিয়ে সতর্ক থাকুন।
3/12
আজ সকলের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন। আর্থিক অবস্থার উন্নতি হবে, নতুন গ্যাজেট কেনার পরিকল্পনা করতে পারেন। গাড়ি-বাইকের ডিলারদের খুব ভাল লাভের সম্ভাবনা। চাকরিতে বদলির সময় এসেছে। শিগগিরই পরিস্থিতি আরও অনুকূল হবে।
4/12
ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলে বড়দের পরামর্শ নিন। কোনও অচেনা লোককে চোখ বুজে ভরসা করবেন না। ফাইনান্স নিয়ে যাঁরা কাজ করছেন তাঁরা লাভবান হবেন। দুধের ব্যবসায়ীদেরও লাভ হবে। দিনের রুটিনে যোগাভ্যাস যোগ করুন, উপকার পাবেন।
5/12
দিন শুরু করুন মা বাবাকে প্রণাম করে। বিদেশি কোম্পানির চাকুরেরা লাভবান হবেন। ব্যবসায়ীরা কিছুদিন বড় ব্যবসায়িক ডিল নিয়ে সতর্ক থাকুন, লোকসানের আশঙ্কা। শিক্ষার্থীদের পক্ষে আজকের দিনটা ভাল। স্বাস্থ্য নিয়ে অবহেলা একদম করবেন না।
6/12
অন্যের দেখে আজ কোনও কাজ করবেন না। কোনও ধনীর আর্থিক অবস্থা দেখে আকৃষ্ট হবেন না। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিনিয়োগ করলে লাভ পাবেন। কর্মস্থলে বসের কথায় মনকষ্টে ভুগতে পারেন। ব্যবসায়ীদের নতুন অংশীদার জুটতে পারে।
7/12
পুরনো কথা নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা করবেন না। এতে মানসিক চাপ বাড়বে। বস আপনার কাজকর্মের দিকে কড়া নজর রাখছেন, দেখবেন, তাঁর যেন কোনও ভুল ধারণা না হয়। ব্যবসায়ীরা ইলেকট্রনিক জিনিসপত্র থেকে ভাল লাভ পাবেন।
8/12
আজ মাল্টিটাস্কিং করতে হবে, সেই হিসেবে দিনের পরিকল্পনা করুন। ব্যবসায় বাধা এলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। তবে ব্যবসায়ীদের লোকসানের আশঙ্কা রয়েছে, হিসেব নিকেশ ঠিকমত করুন। লেখাপড়া করার এটাই সঠিক সময়।
9/12
আজ কাজকর্মে তেমন মন বসবে না কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রেখে অগ্রসর হন। অফিসে দ্রুত পরিস্থিতি বদলাতে পারে, নিজের ভূমিকা নিয়ে সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরির আশঙ্কা। খেলনার ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ঘরের আশপাশে জমে থাকা নোংরা থেকে অসুখের আশঙ্কা।
10/12
আজ সংযমী আচরণ করুন। খারাপ ব্যবহার বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়াতে পারে। অফিসে সকলের সহযোগ পাওয়া যাবে, কাজে ফোকাস করুন। যুবক যুবতীরা সাহসী হন, ভাল ফল পাবেন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে বাড়ির বড়দের কথা শুনুন।
11/12
আজ দিন শুরু করুন গণেশ ঠাকুরের পুজো করে। অচেনা লোকের সঙ্গে আলাপ হলে নম্রভাবে কথা বলুন। অফিসের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। ব্যবসা বাড়াতে চাইলে সততার সঙ্গে কাজ করুন। যুবক যুবতীদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। সুগার রোগীরা শরীর নিয়ে সতর্ক থাকুন।
12/12
ছোটখাটো বিষয়ে আজ মাথা গরম হতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। যে কাজ না জেনে করেছেন, তা নিয়ে উদ্বিগ্ন হবেন না। পরিশ্রম করুন, ভাগ্যের উন্নতি হবে। ব্যবসায়ীরা দোকান ও কারখানায় আগুন সম্পর্কিত দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন।