এক্সপ্লোর
Hanuman Puja : জীবন জেরবার হচ্ছে? বারবার সব কাজে বাধা? মঙ্গলবার শুধু এটুকুই করুন হনুমানজির জন্য
Jai Bajrangbali : হনুমানজী ভক্তের আশেপাশেই থাকেন। তিনি অমর। তাই অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেন অতি দ্রুত।
মঙ্গলবার শুধু এটুকুই করুন হনুমানজির জন্য
1/9

হিন্দুশাস্ত্রে কথিত আছে, শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোহিতা করার জন্য রুদ্রাবতার বজরঙ্গবলীর জন্ম হয়েছিল। মঙ্গলবার তাই সারাদেশে সকল ভক্তরাই ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকেন।
2/9

কথিত রয়েছে, হনুমান দেহত্যাগ করেননি। তিনি রয়েছেন ভক্তের আশেপাশেই। তাই অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেন অতি দ্রুত। তবে তাতে মানতে হয় কিছু নিয়ম।
3/9

মঙ্গলবার সংকটমোচনের আরাধনা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় এবং নেতিবাচক শক্তি স্পর্শ করতে পারে না। এমনকী অপদেবতার নজর থাকলেও হনুমান পুজোয় মিলবে সুরাহা।
4/9

হনুমান পুজো করলে তাঁরা একই সঙ্গে ভগবান রাম, ভোলেনাথ এবং শনি দেবের আশীর্বাদ পান।
5/9

যেখানে রামের নাম স্মরণ হয়, সেখানে কোনও না কোনও রূপে হনুমানজি এসে উপস্থিত হন। তাই হনুমানকে সন্তুষ্ট করতে চাইলে ১০৮ বার রামনাম জপ করুন।
6/9

যে কোনও পুজোর মতো হনুমান চালিসা পাঠের আগেও গণেশের সাধনা আবশ্যক। গণেশের আরাধনার পর রাম ও সীতার নাম নিন। এর পর সংকটমোচনকে প্রণাম করে হনুমান চালিসা পাঠ করুন।
7/9

সংসারে সঙ্কটমোচনের জন্য হনুমান চালিসা পাঠ করুন। ছাত্র-ছাত্রীরা হনুমান চালিসা পাঠ করলে সাফল্য পাবেন।
8/9

হনুমানকে স্মরণ করে বলুন, ''হে হনুমান, রুদ্রের অবতার, সকল শত্রুর বিনাশকারী, সকল রোগের বিনাশকারী, সকলের বশীভূতকারী, রামের দূত, আমি তোমাকে প্রণাম জানাই।'
9/9

বিশ্বাস করা হয, যে শনির সাড়ে সাতি বা ধাইয়ার সময়ও হনুমানজির ভক্তরা বিপদে পড়ে না। শনিদেবকে খুশি করতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজির ভক্তদের কষ্ট দেন না শনিদেব।
Published at : 11 Dec 2023 07:33 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























