এক্সপ্লোর
Nil Sasthi 2025 : আজ শুরু চৈত্র, এ মাসেই নীলষষ্ঠী, সন্তানের মঙ্গলকামনায় কবে করবেন নীলের ব্রতপালন?
চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকে। সন্ধের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। কঠিন এই ব্রত করেন বাংলার বহু মায়েরা। এটাই বাংলা বছরের শেষ ষষ্ঠী।
আজ শুরু চৈত্র, এ মাসেই নীলষষ্ঠী
1/9

শুরু হল চৈত্র মাস। আর সারা বছর জুড়েই লেগে রয়েছে বাঙালির ব্রত পার্বণ। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। অনেকে একে নীলের পুজোও বলেন।
2/9

নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনারও দিন। উপবাসে থেকে সন্তানের মঙ্গলকামনায় এই দিন মা ষষ্ঠী ও মহাদেবকে পুজো অর্পণ করা হয়। বিশেষ ভাবে অভিষেক করা হয় ভগবান শিবের।
Published at : 15 Mar 2025 08:15 AM (IST)
আরও দেখুন






















