এক্সপ্লোর
Nil Sasthi 2025 : আজ শুরু চৈত্র, এ মাসেই নীলষষ্ঠী, সন্তানের মঙ্গলকামনায় কবে করবেন নীলের ব্রতপালন?
চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকে। সন্ধের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। কঠিন এই ব্রত করেন বাংলার বহু মায়েরা। এটাই বাংলা বছরের শেষ ষষ্ঠী।

আজ শুরু চৈত্র, এ মাসেই নীলষষ্ঠী
1/9

শুরু হল চৈত্র মাস। আর সারা বছর জুড়েই লেগে রয়েছে বাঙালির ব্রত পার্বণ। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। অনেকে একে নীলের পুজোও বলেন।
2/9

নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনারও দিন। উপবাসে থেকে সন্তানের মঙ্গলকামনায় এই দিন মা ষষ্ঠী ও মহাদেবকে পুজো অর্পণ করা হয়। বিশেষ ভাবে অভিষেক করা হয় ভগবান শিবের।
3/9

চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকে। সন্ধের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। কঠিন এই ব্রত করেন বাংলার বহু মায়েরা। এটাই বাংলা বছরের শেষ ষষ্ঠী।
4/9

'নীলের ঘরে দিয়ে বাতি, জল খাওগো পুত্রবতী।' এই কথা নীল ষষ্ঠীর সঙ্গে প্রচলিত। তবে এখানে পুত্রর মঙ্গলকামনাতেই ব্রত পালন করা হয়, এমনটা নয় একেবারেই। সন্তানের মঙ্গল কামনায় করতে হয় ব্রত পালন।
5/9

অনেকে বাড়িতেই মহাদেবের অভিষেক করেন। বেলপাতাতেই , আকন্দের মালা, দুধ, দই মধু ইত্যাদি মিশ্রিত জল ভগবানকে নিবেদন করে অনেকে উপবাস ভাঙেন।
6/9

নীল ষষ্ঠীর পরদিনই চৈত্র সংক্রান্তি। এই দিনে চড়ক পুজো অনুষ্ঠিত হয়। চড়কও শিবের আরাধনা। এই চৈত্রমাস জুড়েই বন্দনা করা হয় মহাদেবকে।
7/9

সাধারণত নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। তবে মনে রাখতে হবে, সারাদিন গরমের সঙ্গে পাল্লা দিয়ে, নিজের দৈননন্দিন কাজ সামলে যতটুকু করা সম্ভব, ততটাই করলে ভাল। কারণ ভগবান ভক্তের ডাকেই সন্তুষ্ট।
8/9

আগামী ১৩ এপ্রিল, রবিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ৩০ চৈত্র ১৪৩১। এইদিন সন্ধ্যালগ্নে পুজো দেওয়া হয়।
9/9

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 15 Mar 2025 08:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
