এক্সপ্লোর
Mahalaya 2023 : মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কি আদৌ কোনও সম্পর্ক রয়েছে ? কেন এই দিনেই পূর্বপুরুষকে তিল-জলদান?
কেন এই দিনেই পূর্বপুরুষকে তিল-জলদান?
1/9

পিতৃপক্ষের অবসানের দিন মহালয়া। (Mahalaya) দুর্গাপুজোর (Durga Puja) সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া। বরং এই দিনটি বিশেষ পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি,বলে মনে করা হয় ।
2/9

মহালয়ার পরদিনই নবরাত্রি উৎসবের সূচনা। এই দিনেই অনেকবাড়িতে দুর্গার মূর্তিতে চোখ আঁকা হয়। অনেক পরিবারে আবার মহালয়া থেকে দুর্গাপুজো শুরুও হয়।
Published at : 14 Oct 2023 10:08 AM (IST)
আরও দেখুন






















