এক্সপ্লোর
All Souls' Day:কলকাতা থেকে নাগপুর, মোমবাতির আলোয়-ফুলের গন্ধে পালন All Souls' Day
Religion:আজ 'অল সোলস ডে'। খ্রিস্টানদের মতে, যাঁরা পার্থিব জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছেন, সেই সকল আত্মার জন্য প্রার্থনার দিন আজ।
কলকাতা থেকে নাগপুর, মোমবাতির আলোয়-ফুলের গন্ধে পালন All Souls' Day
1/9

আজ 'অল সোলস ডে'। খ্রিস্টানদের মতে, যাঁরা পার্থিব জগতের মায়া কাটিয়ে চলে গিয়েছেন, সেই সকল আত্মার জন্য প্রার্থনার দিন আজ। বিশ্বের বহু দেশে প্রত্যেক বছর এই ২ নভেম্বর দিনটিতেই 'অল সোলস ডে' পালনের রীতি রয়েছে। কিন্তু কোথা থেকে শুরু হল এই রীতি?
2/9

খ্রিস্টানদের বিশ্বাস, স্বর্গমুখী হওয়া সত্ত্বেও যে সব আত্মার প্রায়শ্চিত্ত দরকার, আজ সেই আত্মাদের স্মরণ করা ও তাঁদের জন্য প্রার্থনার দিন। বিশ্বের নানা প্রান্তের মতো ভারতেও নানা শহরে দিনটি পালনের ছবি ধরা পড়েছে।
Published at : 02 Nov 2023 09:35 PM (IST)
আরও দেখুন






















