এক্সপ্লোর
Lord Shiva: সোমবার শিব ঠাকুরকে তুষ্ট করতে চান? এই নিয়ম মেনে চললে ভাগ্য বদলাবেন মহাদেবই
Lord Shiva: শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তাঁর পুজো করার সময় কোনও ভুল ত্রুটি হয়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন।
সোমে এই নিয়ম মেনে চলুন
1/8

শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান। তাঁর অনেক রূপ আর তাঁকে শিবকে 'দেবের দেব মহাদেব’ বলা হয়। শিবকে আবার ভোলানাথও বলা হয়। বলা হয় শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তাঁর পুজো করার সময় কোনও ভুল ত্রুটি হয়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন।
2/8

আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি। তবে এটা জেনে রাখা দরকার যে, তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন।
Published at : 23 Jun 2024 03:00 PM (IST)
আরও দেখুন






















