এক্সপ্লোর
Pandava Nirjala Ekadashi 2024: পাণ্ডব নির্জলা একাদশীতে করুন ভগবান বিষ্ণুর ১০৮ নামের জপ, ঠিক হবে বিগড়ে যাওয়া কাজ
সনাতন ধর্ম মতে, বছরের ২৪টি একাদশীর মধ্যে সবথেকে কঠিন ও পবিত্র হল পাণ্ডব নির্জলা একাদশী। পুরাণে উল্লেখ করা হয়েছে, প্রথমে ভীম এই একাদশী শুরু করেছিলেন। পরে অন্যান্য পাণ্ডবরাও এই ব্রত পালন করতে থাকেন।
ছবি সৌজন্য-পিক্সাবে
1/10

জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমের মধ্যে নির্জলা অবস্থায় এই একাদশী পালন করলে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
2/10

পুরাণ মতে, এই দিন ব্যাসদেব ভীমকে নির্জলা অবস্থায় উপবাস করার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর ১০৮টি নাম জপ করার পরামর্শ দিয়েছিলেন। এর ফলে তাঁর সমস্ত পাপ নষ্ট হবে বলেও জানিয়ে ছিলেন।(ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 18 Jun 2024 07:00 PM (IST)
আরও দেখুন






















