এক্সপ্লোর
Saraswati Puja 2025 : সরস্বতী ও তাঁর বাহন কেন শ্বেতশুভ্র, অথচ কেন এদিন পরতেই হবে হলুদ
মনে করা হয়, শুভ্রবর্ণ অর্থাৎ সাদা হল ভাল গুণের প্রতীক, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। তাই দেবী পরেন সাদা।
সরস্বতী ও তাঁর বাহন কেন শ্বেতশুভ্র, অথচ কেন এদিন পরতেই হবে হলুদ?
1/8

শুভ্রবস্ত্রাবৃতা মা সরস্বতী। কেন ? ব্রহ্মার মানসকন্যা সরস্বতী ৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে বই ৷ তাই পঠনপাঠনের সঙ্গে যাঁদের সম্পর্ক সকলেই ব্যস্ত থাকে দেবীর আরাধনায়৷
2/8

দেবীভাগবত পুরাণ থেকে জানা যায়, পরম কুস্মন্দের প্ৰথম অংশে দেবী সরস্বতীর জন্ম। বিষ্ণুর জিহ্বাগ্র থেকে তাঁর উৎপত্তি । সরস্বতী বাক, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী।
Published at : 25 Jan 2025 08:52 AM (IST)
আরও দেখুন






















