এক্সপ্লোর
Ramlala: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনে দুই বিরল যোগ, বাড়িতে কোন মুহূর্তে পুজো করলে সাফল্য লাভ?
Ram Mandir: জ্যোতিষশাস্ত্রমতে ২২ জানুয়ারি সোমবার, হরি অর্থাৎ বিষ্ণু মুহূর্ত যা ৪১ বছর পর এসেছে

জ্যোতিষশাস্ত্রমতে ২২ জানুয়ারি সোমবার, হরি অর্থাৎ বিষ্ণু মুহূর্ত যা ৪১ বছর পর এসেছে
1/6

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। ওই দিন সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং মৃগাশিরা নক্ষত্র যোগও রয়েছে। জ্যোতিষশাস্ত্রমতে ২২ জানুয়ারি সোমবার, হরি অর্থাৎ বিষ্ণু মুহূর্ত যা ৪১ বছর পর এসেছে।
2/6

এই দিনেই অযোধ্যায় রামলালাকে স্থাপন করা হবে। চিন্তামণি জ্যোতিষশাস্ত্র অনুসারে, ছাত্র, ব্যবসায়ী এবং ধর্মপ্রাণা মহিলারা এই মুহূর্তে বিশেষ সুবিধা পাবেন।
3/6

২২ জানুয়ারিতে তিনটি শুভ যোগের একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। ২২ জানুয়ারি পৌষ শুক্লপক্ষের দ্বাদশী তিথি হবে এবং মৃগাশিরা নক্ষত্র থাকবে। এছাড়া সূর্যোদয় থেকে সারাদিন থাকবে সার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ।
4/6

এই দিনে চন্দ্রও বৃষ রাশিতে থাকবে। সেদিন এই যোগ দুপুর ১২:১৭ মিনিট থেকে শুরু হবে এবং রাত ১২:৫৯ মিনিট পর্যন্ত চলবে। তার মধ্যে এই শুভ সময়টি হবে দুপুর ১২.২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২.৩০ মিনিট ৩২ সেকেন্ড।
5/6

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান শ্রী রাম ত্রেতাযুগে এই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন। ২২ জানুয়ারি সোমবার মৃগাশিরা নক্ষত্রে এই যোগ রয়েছে। এই কারণেই রামলালার পুজোর জন্য এই তারিখটি বেছে নেওয়া হয়েছে।
6/6

এছাড়াও, এটিও বিশ্বাস করা হয় যে এই শুভ সময়ে রামলালার জীবনকে পবিত্র করে, ভগবান শ্রী রাম সর্বদা বিগ্রহে উপস্থিত থাকবেন। সনাতন ধর্মে যে কোন শুভ কাজ পঞ্চাঙ্গ অনুসারে করা হয়, শুভ সময় দেখেই।
Published at : 15 Jan 2024 09:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
