আজ জন্মদিন। কিন্তু হায়দরাবাদে শ্যুটিং এ ব্যস্ত ঋত্বিকা সেন। কিন্তু তাই বলে কি বাদ যাবে সেলিব্রেশান? কখনওই না। মধ্যরাতে জন্মদিন উদযাপনে মাতলেন অভিনেত্রী। এক্সক্লুসিভ ছবি দেখে নিন এবিপি লাইভে।
2/7
আপাতত কাজেই ফের কাজেই ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী। তার ফাঁকেই বিশেষ দিনটি কাটালেন মজা করে।
তামিল ছবির পাশাপাশি বাংলাতেও তাঁর ঝুলিতে একাধিক ছবি। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে নীহার দত্তের ‘আমার চ্যালেঞ্জ’। শুক্রবার অনুরাগীদের রিটার্ন গিফট হিসেবে সেই ছবিরই লুক অভিনেত্রী আগাম পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
6/7
পরিচালক কে. এস অধিয়ামনের আগামী তামিল ছবি ‘কাদল কাদই সোল্লাভ’-র নায়িকা তিনি। সেই ছবির শ্যুটিং-এই আপাতত ব্যস্ত নায়িকা।
7/7
শুধু কি কেক? উপহারে ভরে রইল ঋত্বিকার বিশেষ দিনটি। বাড়ি থেকে দূরে থাকলেও খুশির আমেজ ঋত্বিকার চোখে মুখে।