এক্সপ্লোর
Science News: লোভে পড়ে খেয়ে ফেললেও হয়নি হজম, নক্ষত্রের অবশিষ্ট উগরে দিল কৃষ্ণগহ্বর
Space Science: একটানা কৃষ্ণগহ্বরের উপর নজরদারি চালানো হয়নি আগে। তাই বিষয়টি চোখে পড়েনি। এবার দেখা গেল আসল কর্মকাণ্ড।
ছবি: পিক্সাবে।
1/10

অতিরিক্ত খেয়ে ফেললে বা হজম না হয়ে অসুস্থ হয়ে পড়ে প্রাণীরা। ওষুধে কাজ না হলে, বমি করে, অতিরিক্ত খাবার উগরে দিয়ে স্বস্তি পেতে চায়। মহাজগতেও তেমনই কর্মকাণ্ড ঘটে চলেছে বেল এবার হদিশ পেলেন বিজ্ঞানীরা।
2/10

জানা গেল, নাগালের মধ্যে এসে পড়া নক্ষত্রকে গিলে ফেলে কৃষ্ণগহ্বর। কিন্তু একেবারে হজম করে ফেলে না। বহু বছর পর তার ধ্বংসাবশেষ উগরেও দেয়। বছরের পর বছর কৃষ্ণগহ্বরের কর্মকাণ্ডে নজরদারি চালিয়ে এমনই তথ্য সামনে আনলেন বিজ্ঞানীরা।
Published at : 06 Sep 2023 09:23 AM (IST)
আরও দেখুন






















