এক্সপ্লোর
Science News: গ্রহদের নামকরণ করেন কে, কেন বাকিদের চেয়ে পৃথিবীদের নাম আলাদা, জানেন কি নেপথ্য কারণ!
Planet Names: গ্রহের সংখ্যা গড়গড় করে দিতে বলে দিতে পারি আমরা। কিন্তু গ্রহদের নাামকরণ হয় কোন উপায়ে, জানেন কি!
ছবি: পিক্সাবে।
1/11

বিশ্ব-ব্রহ্মাণ্ডে পৃথিবীবাসী, নাকি অন্যত্রও রয়েছে প্রাণের অস্তিত্ব! এই প্রশ্ন আজকের নয়। তার উত্তর খুঁজতে একের পর এক অভিযান চলছে। কিন্তু পৃথিবী ছাড়া এখনও পর্যন্ত প্রাণের হদিশ মেলেনি কোথাও।
2/11

কিন্তু শুধু এই নিরিখেই ব্যতিক্রমী নয় পৃথিবী। নামের নিরিখেও বাকি গ্রহদের থেকে আলাদা। একমাত্র পৃথিবী বাদে বাকি সব গ্রহের নামকরণই হয়েছে প্রাচীন গ্রিক এবং রোমান দেব-দেবীদের নামে।
Published at : 30 Jul 2023 09:51 AM (IST)
আরও দেখুন






















