এক্সপ্লোর
Science News: গ্রহদের নামকরণ করেন কে, কেন বাকিদের চেয়ে পৃথিবীদের নাম আলাদা, জানেন কি নেপথ্য কারণ!
Planet Names: গ্রহের সংখ্যা গড়গড় করে দিতে বলে দিতে পারি আমরা। কিন্তু গ্রহদের নাামকরণ হয় কোন উপায়ে, জানেন কি!
ছবি: পিক্সাবে।
1/11

বিশ্ব-ব্রহ্মাণ্ডে পৃথিবীবাসী, নাকি অন্যত্রও রয়েছে প্রাণের অস্তিত্ব! এই প্রশ্ন আজকের নয়। তার উত্তর খুঁজতে একের পর এক অভিযান চলছে। কিন্তু পৃথিবী ছাড়া এখনও পর্যন্ত প্রাণের হদিশ মেলেনি কোথাও।
2/11

কিন্তু শুধু এই নিরিখেই ব্যতিক্রমী নয় পৃথিবী। নামের নিরিখেও বাকি গ্রহদের থেকে আলাদা। একমাত্র পৃথিবী বাদে বাকি সব গ্রহের নামকরণই হয়েছে প্রাচীন গ্রিক এবং রোমান দেব-দেবীদের নামে।
3/11

এই তালিকায় রয়েছে বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র এমনকি বুধও। হাজার হাজার বছর আগে তাদের নামকরণ হয়। বাকি গ্রহগুলির আবিষ্কার হয় পরে। কিন্তু আজও সেই রীতি চলে আসছে।
4/11

আজও প্রাচীন গ্রিক এবং রোমান দেব-দেবীদের নামে গ্রহদের নামকরণের নেপথ্যে রয়েছে অন্য কাহিনি। মহাকাশের রহস্যভেদে সবার আগে উদ্যোগী হন যাঁরা, তাঁদের অধিকাংশই লাতিন ভাষায় লেখালেখি করতেন।
5/11

সেই সময় রোম সাম্রাজ্যের প্রধান ভাষাও ছিল লাতিন। তাই আজও রোমের প্রাচীন দেবদেবীদের নামে গ্রহের নামকরণের প্রথা চলে আসছে।
6/11

ইউরেনাস, নেপচুন এবং প্লুটো অনেক পরে আবিষ্কৃত হয়। গ্রিক বা রোমান জ্যোতির্বিজ্ঞানীরা তাদের হদিশ পাননি। তার পরেও গ্রিক এবং রোমের প্রাচীন দেবদেবীদের নামেই নামকরণ হয় তাদের।
7/11

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চাইলে অন্য নাম রাখাই যেত। কিন্তু তাতে ধারাবাহিকতা বজায় থাকত না। বাকি গ্রহগুলির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরণিক কাহিনি। তাই সাযুজ্য বজায় রাখতেই পরবর্তীতে আবিষ্কৃত গ্রহ এবং তাদের উপগ্রহের নামকরণও হয় গ্রিক এবং রোমান দেবদেবীদের নামে।
8/11

বর্তমানে গ্রহ এবং তাদের উপগ্রহগুলির নামকরণের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ১৯১৯ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। এই সংগঠনের সকল সদস্যই জ্যোতির্বিজ্ঞানী। গ্রহ-নক্ষত্র থেকে মহাজগতিক সবকিছুরই নামকরণ হয় এই সংগঠনের মাধ্যমে।
9/11

বুধের নামকরণ হয় রোমের বাণিজ্য ও ভ্রমণের দেবতা মার্কারির নামে। শুক্রের নামকরণ হয়েছে রোমের প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের নামে। উজ্জ্বল উপস্থিতির জন্যই শুক্রের এমন নাম।
10/11

মঙ্গলের নামকরণ হয়েছে রোমের যুদ্ধদেবতা মার্সের নামে। বৃহস্পতির নামকরণ হয়েছে দেবতাদের রাজা জুপিটারের নামে। রোমের কৃষিদেবতা সেটার্নের নামে শনির নামকরণ হয়েছে। ইউরেনাসের নামকরণ হয়েছে প্রাচীন গ্রিসের স্বর্গের দেবীর নামে। রোমের সমুদ্রদেবতার নামে নেপচুনের নামকরণ হয়েছে। প্লুটোর নামকরণ হয়েছে রোমের পাতাললোকের দেবতার নামে।
11/11

এর মধ্যে একমাত্র ব্যতিক্রম পৃথিবী। ইংরেজিতে পৃথিবীকে বলা হয় Earth. এটি কোনও রোমান বা গ্রিক দেবদেবীর নাম নয়। সনাতনী ইংরেজি এবং জার্মান ভাষা থেকেই এই নামকরণ। তবে বিভিন্ন ভাষায় পৃথিবীর পৃথক নাম রয়েছে। তবে সবক্ষেত্রেই পৃথিবীর অর্থ ভূমি।
Published at : 30 Jul 2023 09:51 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















