এক্সপ্লোর
Boriska Kipriyanovich: ৩৫-এর পর বাড়ত না বয়স, কাল হয় নাকি পরমাণু যুদ্ধ! মঙ্গল থেকে পৃথিবীতে পুনর্জন্ম এই বালকের?
The Boy from Mars: একসময় বিস্তর হইচই হয়েছিল তাকে নিয়ে। তার পর আর খবর নেই বরিস্কাকে নিয়ে ছবি: ফ্রিপিক ও ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্টিল।
ছবি: ফ্রিপিক।
1/10

পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ পেতে বিজ্ঞানীদের রেডারে রয়েছে লালগ্রহও। সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে। কিন্তু নিজেকে লালগ্রহের বাসিন্দা বলে দাবি করে কয়েক বছর আগেই শোরগোল ফেলে দিয়েছিল এক বালক। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
2/10

রাশিয়ার বাসিন্দা ওই বালকের বয়স ছিল ১১ বছর। ২০১৭ সালে নিজেকে মঙ্গলের বাসিন্দা বলে দাবি করে ওই বালক। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
Published at : 31 Dec 2023 05:49 PM (IST)
আরও দেখুন






















