এক্সপ্লোর
Human Senses: ভাষায় প্রকাশ করা যায় না এমন অনুভূতি নয়, মানবশরীরেই লুকিয়ে রয়েছে ষষ্ঠ ইন্দ্রিয়, এতদিনে হল আবিষ্কার
Hidden Sixth Sense: অনেক আগেই ধারণা মেলে। গুরুত্ব পায়নি এতদিন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

ঘুরে ফিরে প্রায়শই আলোচনায় উঠে আসে। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় বলে কি সত্যিই কিছু আছে মানবশরীরে?
2/11

দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ-পাঠ্যবইয়ে এই পাঁচ ইন্দ্রিয়ের উল্লেখ থাকলেও, ষষ্ঠ ইন্দ্রিয়ের উল্লেখ নেই।
3/11

তার পরও আমাদের জীবনে ষষ্ঠ ইন্দ্রিয়ের উল্লেখ মেলে বার বার। ভাষায় প্রকাশ করা যায় না স্বজ্ঞা বা অনুভূতিকেই এতদিন ষষ্ঠ ইন্দ্রিয় ধরা হতো।
4/11

কিন্তু আমেরিকার Scripps Research-এর বিজ্ঞানীরা জানতে পেরেছেন, মানবশরীরে ‘সুপ্ত ষষ্ঠ ইন্দ্রিয়ে’র উপস্থিতি জানতে পেরেছেন।
5/11

এই ষষ্ঠ ইন্দ্রিয়কে ‘Interoception’ বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন, Interoception নিয়ে এখনও গবেষণা চলছে। কিন্তু এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে স্নায়ুতন্ত্র অনবরত শারীরবৃত্তীয় সঙ্কেত গ্রহণ করে এবং ব্যাখ্যা করে মস্তিষ্ককে, যাতে শরীরের গুরুত্বপূর্ণ কার্যকলাপ সুচারু ভাবে চলতে পারে।
6/11

বিজ্ঞানীরা জানিয়েছেন, Interoception-এর মাধ্যমেই মস্তিষ্ক জানতে পারে কখন শ্বাস নিতে হবে, কখন রক্তচাপ কমে যাচ্ছে, কখন সংক্রমণের সঙ্গে যুঝছে শরীর।
7/11

রহস্যজনক এই ইন্দ্রিয় সম্পর্কে সমস্ত তথ্য তুলে আনার জন্য বিজ্ঞানীদের ওই টিম ১৪.২ মিলিয়ন ডলারের পুরস্কারও পেয়েছে। গবেষণার নেতৃত্বে থাকা, অধ্যাপক শিন জিং বলেন, “আমাদের স্বাস্থ্যের প্রায় প্রত্যেক ক্ষেত্রের জন্যই Interoception একটি মৌলিক বিষয়। কিন্তু স্নায়ুবিজ্ঞানের জগতে বিষয়টি এখনও অনাবিষ্কৃত।”
8/11

ব্রিটিশ স্নায়ুবিজ্ঞানী চার্লস শেরিংটন সর্বপ্রথম Interoception নিয়ে প্রস্তাব পেশ করেন, তাও ২০ শতকের গোড়ায়। কিন্তু একদশক আগে পর্যন্ত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি কেউ।
9/11

বিজ্ঞানীদের মতে, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ শরীরের বাহ্য-অঙ্গ, সেগুলি ইন্দ্রিয়-অঙ্গের উপর নির্ভরশীল। অর্থাৎ দৃষ্টি নির্ভর করে চোখের উপর, স্বাদ নির্ভর করে জিভের উপর। কিন্তু Interoception শরীরের
10/11

আন্তঃসংবেদনশীল স্নায়ুতন্ত্রের নেটওয়র্কের মাধ্যমে কাজ করে। তাই এটিকে ‘সুপ্ত ষষ্ঠ ইন্দ্রিয়’ বলছেন বিজ্ঞানীরা।
11/11

image 11
Published at : 16 Oct 2025 09:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























