এক্সপ্লোর
Science News: লাল, নীল, সবুজ…হিরের এক এক রংয়ের নেপথ্যে রয়েছে ভিন্ন ভিন্ন কারণ
Colours of Diamonds: রং দিয়ে যায় চেনা। হিরের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। হিরের রং দেখে বোঝা যায় তার সৃষ্টির কাহিনি। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

কাচের মতো স্বচ্ছ, দ্যুতিতে ঝলসে যাচ্ছে চোখ। হিরে বলতে,কাচের মতো স্বচ্ছ হিরেই বুঝি আমরা। কিন্তু হিরে নীল, হলুদ, সবুজ এমনকি গোলাপিও হতে পারে। এমনকি রংয়ের নিরিখেই হিরে হয়ে ওঠে মহার্ঘ।
2/10

কিন্তু শুধু রংহীন, স্বচ্ছ না হয়ে, হিরে হরেক রকমের হয় কেন? হিরের এই ভিন্ন ভিন্ন রং আসে কোত্থেকে? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে।
Published at : 05 Aug 2025 01:39 PM (IST)
আরও দেখুন






















