এক্সপ্লোর
Sand Walk: কেন বালিতে ঢুকে যায় পা, যে কারণে সমুদ্রসৈকতে হাঁটা কষ্টকর
Science News: বালির উপর দিয়ে হাঁটতে পছন্দ করি আমরা সবাই। সেই কারণেও বার বার ছুটে যাওয়া সমুদ্ররে কাছে। কিন্তু বালির উপর দিয়ে হাঁটা মোটেই সহজ নয়।
ছবি: পিক্সাবে।
1/10

উদীয়মান সূর্যকে সামনে রেখে হোক বা গোধূলিবেলায় সমুদ্রসৈকত ধরে হেঁটে যেতে কার না মন চায়! কিন্তু মনে মনে চাওয়া, আর বালির উপর পা ফেলে এগিয়ে যাওয়ার মধ্যে ফারাক রয়েছে। কারণ বালির উপর পা ফেলে এগিয়ে যাওয়া বড়ই কষ্টসাধ্য কাজ।
2/10

জমে থাকা বালির রাশি এমনিতেই বেশ নরম। তার উপর দিয়ে হাঁটতে গেলে গর্ত হয়ে ঢুকে যায় পা। সেই গর্ত থেকে টেনে তুলে পা ফেলে এগিয়ে যেতে তুলনামূলক ভাবে বেশি শক্তি লাগে।
Published at : 14 Mar 2023 08:03 PM (IST)
আরও দেখুন






















