এক্সপ্লোর
Science News: নিজের শিশুকাল কেন মনে থাকে না আমাদের?
Human Memories: নিজের শিশুকালই মনে থাকে না আমাদের। কেন? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী শেষ দিন পর্যন্ত স্মৃতিতে গাঁথা থাকে আমাদের। প্রথম সবকিছু অন্তত মনে থেকে যায় চিরকাল।
2/10

কিন্তু জন্ম থেকে শিশুকাল এবং পরবর্তীতে শৈশবের অনেক কিছু কেন মনে থাকে না আমাদের?
3/10

শিশুকালের কথা মনে না থাকাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় Infantile Amnesia or Childhood Amnesia. কিন্তু কেন মনে থাকে না শিশুকালের কথা? উত্তর রয়েছে বিজ্ঞানের কাছে।
4/10

মানুষের স্মৃতি মূলত দুই ধরনের হয়, Semantic এবং Episodic। Semantic অর্থাৎ শব্দার্থিক স্মৃতি, Episodic অর্থাৎ প্রাসঙ্গিক স্মৃতি।
5/10

Semantic স্মৃতির ক্ষেত্রে আমাদের চারপাশের তথ্য, ঘটনা মনে থেকে যায়। Episodic-এর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কোন মানুষজন পাশে ছিলেন, কোথায় ছিলাম নিজে, সেসব মনে থাকে।
6/10

নিজের বাবা-মাকে চিনতে পারা থেকে মানুষের প্রতি যে বিনয় দেখানো, সৌজন্য, এসব মনে রাখে, যা Semantic স্মৃতি। কিন্তু বয়সের সঙ্গে Episodic স্মৃতি ঝাপসা হয়ে যায়।
7/10

বিজ্ঞান বলছে, ২ থেকে ৪ বছর বয়সের অপ্রাসঙ্গিক স্মৃতি ভুলে যাই আমরা। কারণ ওই বয়সের স্মৃতি মস্তিষ্কের যে অংশে জমা হয়, সেই Hippocampus তখনও পর্যন্ত পরিণত হয় না।
8/10

২ থেকে ৪ বছর বয়সে নতুন নতুন শব্দ শিখতে শুরু করে শিশুরা, পৃথিবীকে চিনতে শুরু করে। ফলে হাজারো তথ্য জমা করা মুশকিল হয়ে যায়।
9/10

সেই কারণে অপ্রাসঙ্গিক ঘটনা স্মৃতি মুছে গিয়ে জরুরি তথ্য় জমা করতে শুরু করে মস্তিষ্ক। সাম্প্রতিক একটি রিপোর্ট যদিও বলছে, বিস্মৃতি কাটিয়ে কিছু স্মৃতি ফিরেও আসতে পারে।
10/10

শিশুকালের ঘটনাবলী ভুলে যাওয়া নিয়ে আরও একটি তত্ত্ব রয়েছে, যা হল, মস্তিষ্কের কুঠুরিতে তথ্য় জমা থাকেই। কিন্তু আমরা সেই তথ্য বের করে আনতে শিখিনি এখনও পর্যন্ত।
Published at : 26 Mar 2025 08:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
