এক্সপ্লোর
মরুদেশে সৌরভ-ডোনা: করোনা আবহে মেনে চলতে হচ্ছে কড়া সুরক্ষাবিধি, দর্শকশূন্য স্টেডিয়ামে দেখছেন খেলা
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16222206/sourav-dona.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/8
![রবিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ দেখতে যান ডোনা। ছিলেন সৌরভও। দুজনই খেলা উপভোগ করেন। সেই ম্যাচে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে দেয় মুম্বই।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215552/121346358_3625192160853933_3206947227025204195_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ দেখতে যান ডোনা। ছিলেন সৌরভও। দুজনই খেলা উপভোগ করেন। সেই ম্যাচে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে দেয় মুম্বই।
2/8
![ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের মতোই বোর্ডের কর্মকর্তাদেরও থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। ডোনাও ব্যতিক্রমী নন। তাঁকেও নিয়মিতভাবে করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সঙ্গে মেনে চলতে হচ্ছে সবরকম সুরক্ষাবিধি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215542/121333235_1794708607347874_7921850874756494259_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের মতোই বোর্ডের কর্মকর্তাদেরও থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। ডোনাও ব্যতিক্রমী নন। তাঁকেও নিয়মিতভাবে করোনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সঙ্গে মেনে চলতে হচ্ছে সবরকম সুরক্ষাবিধি।
3/8
![আইপিএলের আবহ এবার অনেকটাই অচেনা। খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। চেনা গমগমে ভাবটাই উধাও। তবে মাঠের লড়াইয়ে একইরকম তীব্রতা। মরুদেশ থেকে ডোনা জানালেন, সেই ক্রিকেটীয় দ্বৈরথের উত্তাপ তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215531/121193248_1794691854016216_9011547728244949777_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএলের আবহ এবার অনেকটাই অচেনা। খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। চেনা গমগমে ভাবটাই উধাও। তবে মাঠের লড়াইয়ে একইরকম তীব্রতা। মরুদেশ থেকে ডোনা জানালেন, সেই ক্রিকেটীয় দ্বৈরথের উত্তাপ তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।
4/8
![করোনা আবহে এক সময় আইপিএল হওয়া নিয়েই ঘোরতর অনিশ্চয়তা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের জন্য উইন্ডো খুলে যায়। সুযোগ হাতছাড়া করেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। তাঁর তৎপরতার জন্যই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215522/121106327_3625191920853957_3993512215682649742_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনা আবহে এক সময় আইপিএল হওয়া নিয়েই ঘোরতর অনিশ্চয়তা ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আইপিএল আয়োজনের জন্য উইন্ডো খুলে যায়। সুযোগ হাতছাড়া করেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। তাঁর তৎপরতার জন্যই সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল।
5/8
![দুবাই ও আবু ধাবি, দুই শহরে খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ডোনা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215510/121089627_3625192234187259_7020253318031763237_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুবাই ও আবু ধাবি, দুই শহরে খেলা দেখতে মাঠে গিয়েছিলেন ডোনা।
6/8
![আইপিএল চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন, আর মাঠে যাবেন না, তাই আবার হয় নাকি! খেলা দেখতে ডোনাও হাজির হয়ে গিয়েছেন মাঠে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215459/121056043_3625192090853940_7911639351235944783_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আইপিএল চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন, আর মাঠে যাবেন না, তাই আবার হয় নাকি! খেলা দেখতে ডোনাও হাজির হয়ে গিয়েছেন মাঠে।
7/8
![মরুদেশে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন ডোনা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215449/121027356_3625192284187254_1218654485758296900_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মরুদেশে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন ডোনা।
8/8
![ছুটি কাটাতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/16215439/121004402_1793089420843126_3989877606685285340_n.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছুটি কাটাতে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)