এক্সপ্লোর
লম্বা চুল, বেগুনি মাস্ক-হুডি-ক্যাপ, দুবাইয়ে আইপিএলের ম্যাচে শাহরুখকে দেখে উন্মাদনা সোশ্যাল মিডিয়ায়

1/8

শাহরুখ প্রথম দু'ম্যাচে মাঠে আসেননি। তৃতীয় ম্যাচে ভক্তদের সেই আশা পূরণ করলেন তিনি। আর তারপরই উন্মাদনায় ফেটে পড়েন নেটিজেনরা।
2/8

একজন টুইটারে বলেন, 'শাহরুখ এবং আরিয়ান দু'জনেই দুবাইয়ে আছেন। মেয়েরা পাগল হয়ে যাচ্ছেন।' অপর এক নেটিজেন বলেন, ‘উফ! আপনাকে কী হট লাগছে।’
3/8

কলকাতা নাইট রাইডার্সের তরফে শাহরুখের ছবি পোস্ট করতেই তা ভাইরাল। করোনা আবহে এবার দর্শকশূন্য মাঠে খেলা হচ্ছে আইপিএল। মাঠে গিয়ে বাজিগর-কে দেখতে না পাওয়ায় আক্ষেপও জানিয়েছেন ভক্তদের একাংশ।
4/8

কেকেআরের ব্যাটিংয়ের ১৩ নম্বর ওভার শেষের পর অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়। টেলিভিশন স্ক্রিনে শাহরুখকে দেখানো হয়। শাহরুখের সঙ্গে আছেন স্ত্রী গৌরী খান এবং পুত্র আরিয়ান।
5/8

কেউ বলছেন ঈশ্বর, কেউ বলছেন 'আপনাকে দেখেই মন খুশ', শাহরুখকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা।
6/8

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে একটি লাইভ সেশনে নাইট সিইও ভেঙ্কি মাইসোর সুখবরটা দেন। জানান, মাঠে আসছেন শাহরুখ। তারপর থেকেই নাইট মালিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা।
7/8

মাস্ক ও হুডিতে কেকেআরের লোগো। বড় চুলে, বেগুনি টুপি ও বেগুনি মাস্ক পরে শাহরুখকে দেখে উন্মাদনায় ভেসে গেল সোশ্যাল মিডিয়া।
8/8

দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির শাহরুখ খান। কেকেআরের সাদা ও বেগুনি রংয়ের হুডি পরেছিলেন শাহরুখ। (শাহরুখের ছবি সৌজন্য: কেকেআর)
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
