খালি চোখে কখনই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। এতে চোখে চিরকালের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দূরবীন, ক্যামেরার লেন্স, টেলিস্কোপ দিয়েই সূর্যগ্রহণ দেকার কথা বলেন বিশেষজ্ঞরা।
2/6
সূর্যগ্রহণের সময় অনেকেই জল খাওয়া থেকে বিরত থাকেন। অনেকেই বিশ্বাস করেন সূর্যগ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয়।
3/6
অন্তঃসত্ত্বা মহিলারা এই সময় বাড়ির বাইরে পা রাখেন না এবং সনাতন গোপালা মন্ত্র উচ্চারণ করে থাকেন।
4/6
সূর্যগ্রহণের সময় জলে তুলসী ও দুর্বা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে ভারতে। এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস।
5/6
সূর্যগ্রহণের সময় ভারতীয়দের মধ্যে বাড়ি থাকার প্রচলনই চলে আসছে। এই সময়ে অনেকে অন্নও মুখে তোলেন না।
6/6
২১ জুন ভারতীয় সময়ে সকাল ৯টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে শুরু হবে সূর্যগ্রহণ। সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ১০টা বেজে ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে। বেলা ১২টা বেজে ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে এই সূর্যগ্রহণ। শেষ হবে দুপুর ২টো বেজে ২ মিনিট ১৭ সেকেন্ডে।