এক্সপ্লোর
T20 World Cup: যুবরাজের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙতে পারেন কে?
T20 World Cup 2022: এখনও পর্যন্ত ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০১টি ছক্কার সাহায্যে ৮৮৭৫ রান করেছেন মিলার। তালিকায় জস বাটলার, টিম ডেভিডও রয়েছেন।

তালিকায় লিভিংস্টোন ও টিম ডেভিড
1/10

নিঃসন্দেহ তালিকায় থাকবেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ওপেনার তিনিই।
2/10

মাঠের বিভিন্ন প্রান্তে ছক্কা হাঁকাতে পারেন। পাওয়ার প্লে-তে বাটলারকে আটকানো যে কোনও বোলারের কাছে বড় চ্যালেঞ্জ।
3/10

তালিকায় ইংল্যান্ডের তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোনও। ২০০ টি-টোয়েন্টি ম্যাচে ৩০৫টি ছক্কা হাঁকিয়েছেন লিভিংস্টােন।
4/10

লম্বা লম্বা ছক্কা হাঁকানোয় লিভিংস্টোন নতুন নন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেই কাগিসো রাবাডাকে ১১২মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন।
5/10

সিঙ্গাপুরের জার্সিতে একটা সময় খেলতেন। বর্তমানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের সদস্য টিম ডেভিড।
6/10

এখনও পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮৪১ রান করেছেন। ১৬২.৪৬ স্ট্রাইক রেটে রান করেছেন। হাঁকিয়েছেন ১৭৩টি ছক্কাও।
7/10

বড় বড় ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত রভমন পাওয়েলের নাম। গত আইপিএলে ২২টি ছক্কার সাহায্যে ১৪ ম্যাচে ২৫০ রান করেছেন।
8/10

নিজের দিনে যে কোনও প্রতিপক্ষের বোলারদের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটারও তালিকায়।
9/10

বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা বিধ্বংসী ব্যাটার। মিডল অর্ডারে যে কোনও প্রতিপক্ষের কাছে ঘাতক। ডেভিড মিলার টেক্কা দিতে পারেন যুবিকে।
10/10

এখনও পর্যন্ত ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০১টি ছক্কার সাহায্যে ৮৮৭৫ রান করেছেন মিলার।
Published at : 09 Oct 2022 03:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
প্রযুক্তি
Advertisement
ট্রেন্ডিং
