এক্সপ্লোর
Chess World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, ড্র কার্লসেন-প্রজ্ঞানন্দের গেম ১
R Praggnanandhaa vs Magnus Carlsen: প্রজ্ঞানন্দের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, না হওয়ার বিষয়টা কাল গেম ২-র পর জানা যাবে। কাল সাদা নিয়ে গেম ২ খেলবেন কার্লসেন।
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ (ছবি: পিটিআই)
1/8

দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ।
2/8

নরওয়ের তারকা দাবাড়ুর বিরুদ্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সদ্য ১৮-এ পা দেওয়া ভারতীয় দাবাড়ু। ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল।
Published at : 22 Aug 2023 10:04 PM (IST)
আরও দেখুন






















