এক্সপ্লোর
Chess World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, ড্র কার্লসেন-প্রজ্ঞানন্দের গেম ১
R Praggnanandhaa vs Magnus Carlsen: প্রজ্ঞানন্দের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, না হওয়ার বিষয়টা কাল গেম ২-র পর জানা যাবে। কাল সাদা নিয়ে গেম ২ খেলবেন কার্লসেন।

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি কার্লসেন-প্রজ্ঞানন্দ (ছবি: পিটিআই)
1/8

দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিস্ময়বালক রমেশবাবু প্রজ্ঞানন্দ।
2/8

নরওয়ের তারকা দাবাড়ুর বিরুদ্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করলেন সদ্য ১৮-এ পা দেওয়া ভারতীয় দাবাড়ু। ৩৫টি চালের পর ফাইনালের গেম ১ ড্রয়েই শেষ হল।
3/8

গত বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংজ় মাস্টার্সে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে হেড-টু-হেডে খানিকটা এগিয়েই নরওয়ের দাবাড়ু।
4/8

তাই এই ফাইনাল ম্যাচে অনেকেই কার্লসেনকে ফেভারিট বলে মনে করছিলেন। নরওয়ের দাবাড়ুও অধরা বিশ্বখেতাব জয়ের জন্য মরিয়া।
5/8

অপরদিকে ২০০২ সালে বিশ্বনাথন আনন্দের পর প্রথম ভারতীয় হিসাবে বিশ্বখেতাব জয়ের হাতছানি রয়েছে প্রজ্ঞানন্দের সামনে।
6/8

সোমবার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে পৌঁছে বিশ্বখেতাব জয়ের আশা জাগিয়েছিলেন প্রজ্ঞানন্দ।
7/8

বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও, তেমনটা যে তিনি টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করেননি, সেকথাও জানিয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে তিনি লড়াই করার কথা দিয়েছিলেন এবং তেমনটা করলেনও। নরওয়ের কার্লসেনের বিরুদ্ধে এক চুলও জমি ছাড়েননি তিনি।
8/8

প্রজ্ঞানন্দের বিশ্বচ্যাম্পিয়ন হওয়া, না হওয়া কাল গেম ২-র পর জানা যাবে। তবে তিনি ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ক্যান্ডিডেটস ২০২৪-র ছাড়পত্র পেয়ে গিয়েছেন। বব ফিশার এবং কার্লসেনের পর তৃতীয় কণিষ্ঠতম খেলোয়াড় হিসাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করেছেন ভারতীয় দাবাড়ু।
Published at : 22 Aug 2023 10:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
