এক্সপ্লোর
Gautam Gambhir: কেন দ্রাবিড়ের স্থানে 'সবচেয়ে আকর্ষণীয় কোচ'-র দায়িত্ব পেলেন গম্ভীর, খোলসা করলেন জয় শাহ
Coach Gautam Gambhir: এর আগে একাধিক আইপিএল ফ্রাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করলেও, কোনওদিন কোচের ভূমিকায় দেখা যায়নি গম্ভীরকে।
রোহিতদের দায়িত্বে গম্ভীর (ছবি: পিটিআই)
1/10

প্রথম মরশুমেই মেন্টর হিসাবে দায়িত্ব নিয়ে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম গম্ভীর। শোনা যায় নাইট কর্নধার শাহরুখ তাঁকে ব্ল্যাঙ্ক চেকসহ ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।
2/10

তবে সেইসব পিছনে ফেলে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিলেন গৌতম গম্ভীর। ৯ জুলাই হল সরকারি ঘোষণা।
3/10

গম্ভীর একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করলেও, কোনদিন কোনও দলের কোচের ভূমিকায় তাঁকে দেখা যায়নি। তা সত্ত্বেও কোন গম্ভীরকেই কোচ করা হল, খোলসা করেন জয় শাহ।
4/10

জয় শাহ গম্ভীরকে টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার একেবারে যোগ্য দাবিদার মনে করেন এবং কোচ গম্ভীরের জন্য ভারতীয় বোর্ডের যে পূর্ণ সমর্থন রয়েছে, সেকথাও জানিয়ে দেন বোর্ড সচিব।
5/10

শাহ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ' বর্তমান যুগের ক্রিকেট আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে এবং গৌতম গোটা বিষয়টাই একেবারে সামনে থেকে চাক্ষুষ করেছেন। প্রচুর খাটাখাটানি করে নিজের গোটা কেরিয়ার জুড়েই একাধিক ভূমিকায় সাফল্য লাভ করা গৌতমই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক কারিগর বলে আমি মনে করি।'
6/10

শাহের কথা যে কতটা সত্যি, তা ক্রিকেটার গম্ভীরের পরিসংখ্যানই প্রমাণ দেয়। আরব সাগরের তীরে ২০১১-র বিশ্বকাপ ফাইনালে তাঁর সেই ৯৭ রানের ইনিংস কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন না।
7/10

২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে গম্ভীর ৫৪ বলে ৮টি চার ও ২টি ছক্কা মেরে ৭৫ রানের ইনিংস খেলেন। তাঁর এই দুই ইনিংসই ভারতকে দুই ভিন্ন ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন করে।
8/10

অর্জুন পুরস্কারে ভূষিত হওয়া গম্ভীর একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে পরপর পাঁচ টেস্টে শতরান হাঁকান। তাই সব ফর্ম্যাটেই ক্রিকেটার গম্ভীর যে দাপট দেখিয়েছেন তা বলাই বাহুল্য।
9/10

এছাড়া আইপিএলে কেকেআরকে মেন্টর হিসাবে চ্যাম্পিয়ন করা ছাড়াও তাঁর তত্ত্বাবধানেই লখনউ সুপার জায়ান্টস দুই দুইবার মেগা টুর্নামেন্টের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে।
10/10

এবার ভারতীয় দলের দায়িত্বে তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ জুলাই থেকে তিনটি ওয়ান ডে এবং তিনটি বিশ ওভারের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজ়ই কোচ হিসাবে প্রথমবার ভারতীয় দলের দায়িত্ব নেবেন গম্ভীর।
Published at : 10 Jul 2024 12:07 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















