এক্সপ্লোর
IND vs AUS: বিরাট-স্টার্ক ডুয়েল মাঠ মাতাবেন, বর্ডার-গাওস্কর ট্রফিতে কমেন্ট্রি বক্সেও তারকার ছড়াছড়ি
Border Gavaskar Trophy: আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতে মাঠ মাতাবেন যখন কোহলি, রোহিত, স্টার্ক, কামিন্সরা, তখন কমেন্ট্রি বক্সেও কিন্তু আসন্ন সিরিজে দেখা মিলবে অসংখ্য তারকাকে।

ভারত বনাম অস্ট্রেলিয়া
1/10

ভারত-অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে প্রাক্তন অজি ব্যাটার মার্ক ওয়াকে। দেশের হয়ে ১২৮ টেস্ট খেলেছেন তিনি।
2/10

প্রাক্তন অজি পেসার ব্রেট লি-কেও দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে কমেন্ট্রি প্যানেলে। ডানহাতি প্রাক্তন স্পিডস্টার দেশের জার্সিতে ৭৬ টেস্ট খেলেছেন লি।
3/10

মাইকেল ভন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে ৮২ টেস্ট খেলা ভনও থাকছেন কমেন্ট্রি প্য়ানেলে।
4/10

বিশ্বজয়ী অজি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডারকে দেখা যাবে তালিকায়। দেশের জার্সিতে ১৫৬ টেস্ট খেলেছেন।
5/10

ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছেন হর্ষ ভোগলে। বর্ডার-গাওস্কর ট্রফিতেও ফের দেখা যাবে এই অভিজ্ঞ ধারাভাষ্যকারকে।
6/10

প্রাক্তন অজি বাঁহাতি ওপেনার মাইকেল হাসি কমেন্ট্র বক্স মাতাবেন। দেশের জার্সিতে ৭৯টি ম্য়াচ খেলেছেন এই বাঁহাতি ক্রিকেটার।
7/10

কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকেও দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। ৯৬ ম্য়াচ খেলেছেন সাদা পোশাকে দেশের জার্সিতে।
8/10

ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ও ক্যাপ্টেন ঈশা গুহও কমেন্ট্রি বক্সে মাতাবেন। তিনি ইংল্যান্ডের জার্সিতে ৮টি টেস্ট খেলেছিলেন।
9/10

কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রীর নাম থাকবে না, তবে বর্ডার গাওস্কর ট্রফির উত্তেজনা এমনিতেই কমে যেত। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা শাস্ত্রীর গলাও শুনতে পাবেন। দেশের জার্সিতে ৮০ টেস্ট খেলা উচিৎ।
10/10

তালিকয় নবতম সংযোজন হবেন ডেভিড ওয়ার্নার। চলতি বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই প্রথমবার ক্রিকেট ছাড়ার পর বর্ডার গাওস্কর ট্রফিতে মাঠে নয়, কমেন্ট্রি বক্সে দেখা যাবে ওয়ার্নারকে।
Published at : 20 Nov 2024 08:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
