এক্সপ্লোর
Hockey WC 2023 Opening Ceremony: আতসবাজির রোশনাই, স্টেজে রণবীর, দিশা, আয়োজিত হল হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
FIH Men's Hockey World Cup 2023: ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। প্রথম দিনেই স্পেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল।
![FIH Men's Hockey World Cup 2023: ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। প্রথম দিনেই স্পেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/33efb83896f232bbee8b4f2fdb630eca1673450008564507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আয়োজিত হল হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
1/9
![টানা দ্বিতীয়বার ওড়িশায় বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। ১৩ তারিখ মূল টুর্নামেন্ট শুরু হলেও, আজই বারাবটি স্টেডিয়ামে আয়োজিত হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/bac463c4297cd0664ea46517cbe3f1c73f77b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টানা দ্বিতীয়বার ওড়িশায় বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। ১৩ তারিখ মূল টুর্নামেন্ট শুরু হলেও, আজই বারাবটি স্টেডিয়ামে আয়োজিত হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
2/9
![প্রায় ৫০ হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে কটকে উপস্থিত হয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/d6a089225d96e4d3395c11e669b23e38aaa96.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় ৫০ হাজার দর্শক এই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে কটকে উপস্থিত হয়েছিলেন।
3/9
![ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বক্তব্যের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/1f0c14abda46735293afc82a3afc6ffce6c14.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বক্তব্যের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয়।
4/9
![পট্টনায়েক বাদেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরসহ আন্তর্জাতিক হকি সংস্থার বহু শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/6cde1639ca60ab6d1737e14884e53be61baef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পট্টনায়েক বাদেও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরসহ আন্তর্জাতিক হকি সংস্থার বহু শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
5/9
![বলিউড তারকা দিশা পাটনি ও রণবীর সিংহ এই উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/9e01e91e45f9cf69046576f033f846e00a2e8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড তারকা দিশা পাটনি ও রণবীর সিংহ এই উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।
6/9
![দিশা, রণবীর বাদেও আন্তর্জাতিক ব্যান্ড ব্ল্যাকসোয়ানও এই অনুষ্ঠানে পারফর্ম করেন। এছাড়া প্রীতমও গান করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/7ac14833d3ed7b1936370ca79b99ce0512c34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিশা, রণবীর বাদেও আন্তর্জাতিক ব্যান্ড ব্ল্যাকসোয়ানও এই অনুষ্ঠানে পারফর্ম করেন। এছাড়া প্রীতমও গান করেন।
7/9
![তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি আকাশে আতসবাজির রোশনাও ছিল চোখে পড়ার মতো।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/09f169e7941a72bbb41c0b7d810a1f8e6d6f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি আকাশে আতসবাজির রোশনাও ছিল চোখে পড়ার মতো।
8/9
![ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম ও রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/5fd0aa4df44eba5689826348fe0c5ea37535c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম ও রাউরকেল্লার বীরসা মুণ্ডা স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের ম্যাচগুলি আয়োজিত হবে।
9/9
![পট্টনায়েক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি ভারতীয় দল হকি বিশ্বকাপ জেতে, তবে দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ভারতের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে ১৩ তারিখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/094c8db09062f111288f0e19770ef23c963b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পট্টনায়েক ইতিমধ্যেই ঘোষণা করেছেন যদি ভারতীয় দল হকি বিশ্বকাপ জেতে, তবে দলের প্রত্যেক সদস্যকে ১ কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ভারতের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে ১৩ তারিখ
Published at : 11 Jan 2023 08:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)